বশেমুরবিপ্রবি’র ইতিহাস বিভাগের নতুন চেয়ারম্যান সানজীদা পারভীন
- Update Time : ০৭:৪৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / 168
রাকিবুল হাসান,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিভাগের সহকারী অধ্যাপক সানজীদা পারভীন। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ২৫(৩) ধারায় তিন বছরের জন্যে সহকারী অধ্যাপক সানজীদা পারভীনকে এ নিয়োগ প্রদান করা হয়েছে।
সেখানে আরও বলা হয়েছে, তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন।
এ বিষয়ে সদ্য নিয়োগ প্রাপ্ত চেয়ারম্যান সানজীদা পারভীন বলেন, “বঙ্গবন্ধুর নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান হিসেবে আমাকে নিয়োগ দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। সুষ্ঠু ভাবে দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করব৷ এক্ষেত্রে শিক্ষক – শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহায়তা কামনা করি৷”
উল্লেখ্য, বশেমুরবিপ্রবিতে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ হতে প্রায় ১শ’ শিক্ষার্থী নিয়ে ইতিহাস বিভাগ যাত্রা শুরু করে। বর্তমানে এ বিভাগে প্রায় ৪শ’ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।