বর্ণিল আয়োজনে ঢাবি অ্যালামনাইয়ের শতবর্ষের মিলনমেলা

  • Update Time : ০৭:২৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
  • / 187

নিজস্ব প্রতিবেদক:

‘বাংলাদেশের পথযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’ স্লোগানকে সামনে রেখে বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আ্যলামনাই অ্যাসোসিয়েশনের শতবর্ষের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ মার্চ) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।

মিলনমেলার উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের প্রবীণতম শিক্ষার্থী মো. মতিউল ইসলাম ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রসাশন) ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ কে এম মাকসুদ কামাল, বিশ্ববিদ্যালয়ের অ্যালামানাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্যসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

মূল অনুষ্ঠান প্রাঙ্গণে শতশিল্পীর লাইভ অর্কেস্ট্রা, সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। কর্মসূচির মধ্যে আরও রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তৃতা করবেন।

এর আগে সকাল সাড়ে ৮টা থেকে অ্যালামনাই ও অতিথিদের প্রবেশ ও আসনগ্রহণের জন্য অনুষ্ঠান প্রাঙ্গণ খুলে দেওয়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media


বর্ণিল আয়োজনে ঢাবি অ্যালামনাইয়ের শতবর্ষের মিলনমেলা

Update Time : ০৭:২৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক:

‘বাংলাদেশের পথযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’ স্লোগানকে সামনে রেখে বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আ্যলামনাই অ্যাসোসিয়েশনের শতবর্ষের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ মার্চ) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।

মিলনমেলার উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের প্রবীণতম শিক্ষার্থী মো. মতিউল ইসলাম ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রসাশন) ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ কে এম মাকসুদ কামাল, বিশ্ববিদ্যালয়ের অ্যালামানাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্যসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

মূল অনুষ্ঠান প্রাঙ্গণে শতশিল্পীর লাইভ অর্কেস্ট্রা, সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। কর্মসূচির মধ্যে আরও রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তৃতা করবেন।

এর আগে সকাল সাড়ে ৮টা থেকে অ্যালামনাই ও অতিথিদের প্রবেশ ও আসনগ্রহণের জন্য অনুষ্ঠান প্রাঙ্গণ খুলে দেওয়া হয়।