নোবিপ্রবিতে ‘জাতীয় ঐতিহাসিক দিবস’ ৭ই মার্চ পালিত
- Update Time : ০৪:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- / 194
এস আহমেদ ফাহিম,নোবিপ্রবি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় ঐতিহাসিক দিবস’ ৭ই মার্চ উদযাপন করা হয়েছে।
আজ সোমবার (৭ই মার্চ) দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত প্রোগ্রামের মধ্যে ছিলো- জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, সম্মিলিতভাবে দাঁড়িয়ে ৭ই মার্চের ভাষণ শ্রবণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা ও আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ দিদার উল আলম বলেন,”১৯৭১ সালের ৭ মার্চ জাতির ক্রান্তিলগ্নে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রমনা রেসকোর্সে যে ভাষণ প্রদান করেন তা এক ঐতিহাসিক মহাকাব্য।একই সাথে পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ একটি ভাষণ।বঙ্গবন্ধুর এ ভাষণে উদ্বুদ্ধ হয়েই বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল মাতৃভূমিকে শত্রুমুক্ত করতে।”
উপাচার্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আরো বলেন, বাংলাদেশ যতদিন থাকবে, বাঙালি জাতি যতদিন থাকবে ততদিন এই ভাষণ এবং বঙ্গবন্ধুর আদর্শ টিকে থাকবে।জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশ এগিয়ে যাবে, আজকের এ ঐতিহাসিক দিনে এটাই আমাদের প্রত্যাশা।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নোবিপ্রবির উপ-উপাচার্য ও জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল বাশার, অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, রেজিস্ট্রার (অ.দা) মোহাম্মদ জসীম উদ্দিনসহ অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, হলের প্রভোস্ট, শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, দপ্তর প্রধান এবং ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।