ঢাবিতে চাঁদপুর ছাত্রকল্যাণ সমিতি ‘ডাকাতিয়া’র কমিটি গঠন
- Update Time : ০১:৪৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
- / 243
ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ চাঁদপুরের শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি ‘ ডাকাতিয়া (ঢাবিতে একখন্ড চাঁদপুর)’ এর ২০২২-২৩ সেশনের আংশিক কমিটি ঘোষিত হয়েছে।
শুক্রবার (১৪ জানুয়ারি) সংগঠনের সভাপতি রাসেল শ্রাবণ এবং সাধারণ সম্পাদক আবদুল কাদের শিমুলের যৌথ স্বাক্ষরে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মাহাবুব আলম এবং সাধারণ সম্পাদক হিসাবে মনোবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী রাকিবুল হাসানের নাম ঘোষণা করা হয়।
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় মাহাবুব আলম এবং শাহরাস্তি উপজেলায় রাকিবুল হাসান জন্মগ্রহণ করেন।
খুব দ্রুতই তারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে বলে জানিয়েছেন।
সংগঠনটি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক নৌবিহার, শিক্ষাসফর, স্মরণিকা ও ক্যালেন্ডার প্রকাশনা, ক্যারিয়ার সেমিনার, ঢাবিতে ভর্তিচ্ছুদের জন্য তথ্য ও পরামর্শ কেন্দ্র পরিচালনা, ইফতার মাহফিল ও আলোচনা সভা, প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন, ঈদ পুনর্মিলনসহ নানা অনুষ্ঠান আয়োজন করে আসছে। করোনাকালীন সময়ে অসহায় শত শত শিক্ষার্থীদের পাশে দ্বাড়িয়েছে সংগঠনটি।
এড়াছা চাঁদপুর জেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিক শিক্ষার্থী ভর্তির জন্য কলেজগুলোতে বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক সেমিনার করেছে।