রাবিতে দুই দিন ব্যাপী বিজ্ঞান উৎসব শুরু ১৫ জানুয়ারি

  • Update Time : ০৬:৪৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
  • / 132

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের আয়েজনে আগামী ১৫ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু আরইউএসসি জাতীয় বিজ্ঞান উৎসব’। আজ সোমবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি ইসতেহার আলী বলেন, এবারের উৎসবে মোট দশটি ক্যাটাগরীতে দেশের প্রায় ৪০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। উৎসবে বিজ্ঞান অলিম্পিয়াড, প্রজেক্ট শো কন্টেস্ট, থ্রি মিনিট থিসিস প্রেজেন্টেশন, বঙ্গবন্ধু সায়েন্স এন্ড স্পেস থট স্পিচ, সায়েন্টিফিক পেইন্টিং কন্টেস্ট, সায়েন্টিফিক স্টোরি রাইটিং কম্পিটিশন, ফটোগ্রাফি কন্টেস্ট, রুবিক’স কিউব কম্পিটিশন, প্রোগ্রামিং কন্টেস্ট এবং পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের ইঞ্জিনিয়ারিং গ্যালারিতে ১৫ জানুয়ারি সকাল ১০ টায় উৎসবটিন উদ্বোধন করা হবে। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাববেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এবং আমানা গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান ড. মুহাম্মদ ফজলুল করিম। এছাড়া মুখ্য আলোচক হিসেবে থাকবেন আইসিডিডিআরবি এর এমিরিটাস সায়েন্টিস্ট ড. ফেরদৌসী কাদরী এবং আলোচক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকিব উপস্থিত থাকবেন।

Tag :

Please Share This Post in Your Social Media


রাবিতে দুই দিন ব্যাপী বিজ্ঞান উৎসব শুরু ১৫ জানুয়ারি

Update Time : ০৬:৪৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের আয়েজনে আগামী ১৫ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু আরইউএসসি জাতীয় বিজ্ঞান উৎসব’। আজ সোমবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি ইসতেহার আলী বলেন, এবারের উৎসবে মোট দশটি ক্যাটাগরীতে দেশের প্রায় ৪০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। উৎসবে বিজ্ঞান অলিম্পিয়াড, প্রজেক্ট শো কন্টেস্ট, থ্রি মিনিট থিসিস প্রেজেন্টেশন, বঙ্গবন্ধু সায়েন্স এন্ড স্পেস থট স্পিচ, সায়েন্টিফিক পেইন্টিং কন্টেস্ট, সায়েন্টিফিক স্টোরি রাইটিং কম্পিটিশন, ফটোগ্রাফি কন্টেস্ট, রুবিক’স কিউব কম্পিটিশন, প্রোগ্রামিং কন্টেস্ট এবং পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের ইঞ্জিনিয়ারিং গ্যালারিতে ১৫ জানুয়ারি সকাল ১০ টায় উৎসবটিন উদ্বোধন করা হবে। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাববেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এবং আমানা গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান ড. মুহাম্মদ ফজলুল করিম। এছাড়া মুখ্য আলোচক হিসেবে থাকবেন আইসিডিডিআরবি এর এমিরিটাস সায়েন্টিস্ট ড. ফেরদৌসী কাদরী এবং আলোচক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকিব উপস্থিত থাকবেন।