হল চালু করতে ২১ দিনের সময় নিলো উপাচার্য
- Update Time : ০৫:১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
- / 146
মো.শুভ ইসলাম:
শিক্ষার্থীদের আন্দোলনের দাবিতে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ছাত্রহল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীহল চালুর জন্য ২১ দিনের সময় নিয়েছে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর দে। শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর তিনি আরো বলেন, “যদি জানুয়ারি ২১ তারিখ হল চালু করতে না পারি তাহলে তোমরা আমার বাংলোতে থাকবে”
শনিবার (১ জানুয়ারি) ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ছাত্রী মেছে আগুন লাগার ঘটনা ঘটেছে।
প্রায় এক ঘন্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ত্রিশাল ফায়ার সার্ভিস, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং স্থানীয় লোকজন। এতে কোনো শিক্ষার্থীর দুর্ঘটনা না হলেও আগুনে পুরে গেছে উক্ত মেছে থাকা শিক্ষার্থীদের মোবাইল, ল্যাপটম, আসবাবপত্র, জরুরি কাগজপত্রসহ, অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র।
এ ঘটনার পর ই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন হল চালুর জন্য ভিসি বাংলোর সামনে অবস্থা নেন। শিক্ষার্থীদের একদাবি আজকের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নতুন হল দুইটি চালু করতে হবে।
এছাড়াও আন্দোলনকারীরা আরো বলেন, “নানা সময়ে এই মেসগুলোর নিরাপত্তাহীনতা নিয়ে কথা বললেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নি। চুরি, আগুণ যেন নিত্যনৈমিত্তিক ঘটনা। আমরা আর হেলাফেলা চাই না, নতুন হল দুটো খুলে দিয়ে আমাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন থেকে উঠবো না”।
পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সোমিত্র শেখর দে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো শুনেন এবং তাদের আশ্বস্ত করেন ২১ দিনের মধ্যে তিনি নতুন হল দুইটি চালু করবেন। তিনি আরোও বলেন “যদি ২১ দিনে হল দুইটির কোনো ডেভেলপমেন্ট নাও করে পারি তাহলে এখন যে অবস্থায় হল আছে সে অবস্থায় ই শিক্ষার্থীদেরকে হলে উঠার ব্যবস্থা করবে”।