জবিতে ৩য় মেধাক্রমে ভর্তির সুযোগ পাবেন ৯৪৪ জন

  • Update Time : ০৭:২৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
  • / 153

মিনহাজুল ইসলাম, জবি সংবাদদাতা :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য তৃতীয় মেধাক্রম প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এই মেধাক্রম অনুযায়ী এ, বি ও সি ইউনিটে মোট ৯৪৪ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। তারমধ্যে, বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটে ৬৬৮ জন, কলা ও মানবিক অনুষদভুক্ত বি ইউনিটে ১৬৪ জন এবং বাণিজ্য অনুষদভুক্ত সি ইউনিটে ১১২ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

উক্ত মেধাক্রম অনুযায়ী, এ ইউনিটে ২০৬৪-২৭৩১ মেধাক্রমের ভেতর থাকা ৬৬৮ জন, বি ইউনিটে ১২৩৭-১৪০০ মেধাক্রমের ভেতর থেকে ১৬৪ জন এবং সি ইউনিটে ৮৮৮-১০০২ মেধাক্রমের ভেতর থেকে ১১২ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তীতে আরও মেধাক্রম প্রকাশ করা হতে পারে।

প্রকাশিত মেধাক্রমে স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তির জন্য আগামী ২৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর রাত ১১.৫৯ মিনিটের ভেতর মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে নগদ, রকেট বা শিওর ক্যাশের মাধ্যমে ভর্তি ফি পরিশোধ করতে হবে। তারপর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jnu.ac.bd থেকে ভর্তি ফরম ডাউনলোড করে তা পূরণ করে নিজ ডিপার্টমেন্টে জমা দিতে হবে। একইসাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রয়োজনীয় সনদপত্র ও অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে। প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত শিক্ষার্থীকে নিজ ডিপার্টমেন্টে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ২৭৬৫ টি আসনের বিপরীতে গুচ্ছে অংশ নেয়া ৪০ হাজার শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেন। পরবর্তীতে গুচ্ছ ভর্তি পরীক্ষার নম্বরের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মেধাক্রম প্রকাশ করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media


জবিতে ৩য় মেধাক্রমে ভর্তির সুযোগ পাবেন ৯৪৪ জন

Update Time : ০৭:২৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১

মিনহাজুল ইসলাম, জবি সংবাদদাতা :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য তৃতীয় মেধাক্রম প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এই মেধাক্রম অনুযায়ী এ, বি ও সি ইউনিটে মোট ৯৪৪ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। তারমধ্যে, বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটে ৬৬৮ জন, কলা ও মানবিক অনুষদভুক্ত বি ইউনিটে ১৬৪ জন এবং বাণিজ্য অনুষদভুক্ত সি ইউনিটে ১১২ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

উক্ত মেধাক্রম অনুযায়ী, এ ইউনিটে ২০৬৪-২৭৩১ মেধাক্রমের ভেতর থাকা ৬৬৮ জন, বি ইউনিটে ১২৩৭-১৪০০ মেধাক্রমের ভেতর থেকে ১৬৪ জন এবং সি ইউনিটে ৮৮৮-১০০২ মেধাক্রমের ভেতর থেকে ১১২ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তীতে আরও মেধাক্রম প্রকাশ করা হতে পারে।

প্রকাশিত মেধাক্রমে স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তির জন্য আগামী ২৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর রাত ১১.৫৯ মিনিটের ভেতর মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে নগদ, রকেট বা শিওর ক্যাশের মাধ্যমে ভর্তি ফি পরিশোধ করতে হবে। তারপর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jnu.ac.bd থেকে ভর্তি ফরম ডাউনলোড করে তা পূরণ করে নিজ ডিপার্টমেন্টে জমা দিতে হবে। একইসাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রয়োজনীয় সনদপত্র ও অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে। প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত শিক্ষার্থীকে নিজ ডিপার্টমেন্টে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ২৭৬৫ টি আসনের বিপরীতে গুচ্ছে অংশ নেয়া ৪০ হাজার শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেন। পরবর্তীতে গুচ্ছ ভর্তি পরীক্ষার নম্বরের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মেধাক্রম প্রকাশ করা হয়।