নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল রাবি সাংবাদিক সমিতি
- Update Time : ০১:০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / 162
সিফ আজাদ সিয়াম, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)।
সোমবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় নিজ কার্যালয়ে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাবিসাসের সভাপতি শাহীন আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আজিজুর রহমান ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মামুন আব্দুল কাইয়ুম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাবিসাসের কোষাধ্যক্ষ তৌসিফ কাইয়ুম। এরপর বক্তব্য দেন রাবিসাসের সম্মানিত সদস্য সুব্রত গাইন, সহ-সভাপতি তাপস কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম সহ প্রমুখ। সংগঠনের পরিচিতিমূলক লিখিত বক্তব্য পাঠ করেন রাজিয়া সুলতানা পারুল।
অনুষ্ঠানে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আজিজুর রহমান বলেন, সাংবাদিকতা পেশা আমার খুব টানে। একজন সাংবাদিক সামাজে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্য কোনো পেশার মাধ্যমে এমন অবদান রাখা আমার মনে হয় সম্ভব না। আমাদের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে। এজন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা পূর্বে সাংবাদিকতা করে গেছেন তারা এখন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছেন।সাংবাদিকতা শেখার প্ল্যাটফর্ম হল ক্যাম্পাস সাংবাদিকতা। ব্যবহারিক ও তাত্ত্বিক জ্ঞান অর্জন করার জন্য বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ভূমিকা গুরুত্বপূর্ণ।
এ সময় আরো উপস্থিত ছিলেন রাবিসাসের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীন আহমেদ, সম্মানিত সদস্য শামীম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুস সবুর লোটাস, ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ আহমেদ, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক সোহানুর রহমান রাফি সহ প্রমুখ।