রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- Update Time : ০১:৪৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / 242
রাবি প্রতিনিধি:
রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরামের (আরইউডিএফ) এক বছর মেয়াদী কার্যনির্বাহী পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সংগঠনটির প্রধান নির্বাহী মোহাম্মদ আব্দুল বারী।
এর আগে গত ১০ই ডিসেম্বর সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের বিশেষ সভায় ২০২১-২২ কার্যদিবসের নির্বাহী সদস্য নির্বাচন ও পদবন্টনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির জ্যেষ্ঠ নির্বাহী সদস্যরা হলেন, রিফাত হোসেন (অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ক), অনাবিল চাকমা (বাংলা বিতর্ক), বদরুল আলম (ইংরেজি বিতর্ক), খলিলুর রহমান (অর্থ বিষয়ক), মো. ইফরানুল ইসলাম (অনুষ্ঠান বিষয়ক)।
নতুন কমিটিতে নির্বাহী সদস্য করা হয়েছে ১৬ জনকে। এরা হলেন, সামিউল ইসলাম (বাংলা বিতর্ক), মাহাদি হাসান (বাংলা বিতর্ক), সৌমিত্র কুমার দাস (ইংরেজি বিতর্ক), সোহেল আহমেদ (ইংরেজি বিতর্ক), ইমরানুজ্জামান (অর্থ বিষয়ক), রাজু আহমেদ (অফিস বিষয়ক), জাকারিয়া ইসলাম (অনুষ্ঠান বিষয়ক), জয় অধিকারী (অনুষ্ঠান বিষয়ক), রিফাত খন্দকার (আন্তঃ জনযোগাযোগ), হাসিবুল ইসলাম শান্ত (বহিঃপ্রকাশ জনযোগাযোগ), নাহিদ হাসান (গবেষণা ও উন্নয়ন), মো. নাফিজ মন্ডল (পাঠচক্র), মো. আকিব হোসেন (বিতর্ক ব্যবস্থাপনা ও সেশন), জিহাদ হোসেন (বিতর্ক ব্যবস্থাপনা ও সেশন), তাসমিয়া তাবাসসুম (লাইব্রেরি ব্যবস্থাপনা), মো. সাখাওয়াত হোসাইন (ব্রান্ডিং ও প্রমোশন)।
কমিটি ঘোষণার সময় সংগঠনটির উপদেষ্টা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সৈয়দ মো. আলী রেজা, মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. শাহ্ আজম শান্তনু, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মিসেস রোকসানা বেগম, মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বোরাক আলী, ফাইন্যান্স বিভাগের অধ্যাপক এম.এ রাশেদ কবির।