রাবির বঙ্গবন্ধু হলের বিজ্ঞপ্তিতে বিজয় দিবসকে বলা হলো ‘স্বাধীনতা দিবস’

  • Update Time : ০২:৫৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
  • / 146

রাবি সংবাদদাতা:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে ‘স্বাধীনতা দিবস’ হিসেবে উল্লেখ করে বিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল বুধবার বঙ্গবন্ধু হল প্রাধ্যক্ষ ড. রওশন জাহিদ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিষয়টি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।

শিক্ষার্থীরা বলছেন, ‘স্বাধীনতার ৫০ বছরে এসে বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় এ ধরনের ভুল বিশ্ববিদ্যালয়ের মানকে প্রশ্নবিদ্ধ করে। আবার বঙ্গবন্ধু হলের মতো একটা জায়গায় এমন ভুল তো কখনোই মেনে নেওয়ার মতো নয়। প্রতি বছরই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো না কোনো হল তাদের ভুলের কারণে এমন বিতর্ক সৃষ্টি করছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করার আগে হলের প্রাধ্যক্ষকে বিষয়টি ভালো ভাবে দেখে নেওয়া উচিত ছিল।’

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সকল আবাসিক ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস ২০২১ উদ্যাপন উপলক্ষে কেন্দ্রীয় অনুষ্ঠানমালার অংশ হিসেবে ১৬.১২.২০২১ তারিখ বৃহস্পতিবার সকাল ৭ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে এবং ৭ টা ৫ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এমন ভুল কাম্য নয়। বিষয়গুলো নিয়ে আমাদের আরও সচেতন হতে হবে।’

এদিকে এই ভুলের দায় স্বীকার করে বঙ্গবন্ধু হল প্রাধ্যাক্ষ ড. রওশন জাহিদ বলেন, ‘এটা দাপ্তরিক ভুল। আমি এই অনাকাক্সিক্ষত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত। এমন তো না যে, এটা আমরা জানি না। ভুল হয়ে গেছে। এখনি কারেকশন করে দিচ্ছি।’

নোটিশ পড়ে স্বাক্ষর করেছেন কিনা তা জানতে চাইলে তিনি বলেন, ‘সাইন তো সারাদিন অনেক করি। তবে কালকে আসলে অনেক চাপ ছিল। ইউনিভার্সিটির প্রোগ্রাম আছে। ইস্যু তো প্রত্যেকটাই বিরাট। এখন ভুল তো ভুলই।’

Tag :

Please Share This Post in Your Social Media


রাবির বঙ্গবন্ধু হলের বিজ্ঞপ্তিতে বিজয় দিবসকে বলা হলো ‘স্বাধীনতা দিবস’

Update Time : ০২:৫৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১

রাবি সংবাদদাতা:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে ‘স্বাধীনতা দিবস’ হিসেবে উল্লেখ করে বিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল বুধবার বঙ্গবন্ধু হল প্রাধ্যক্ষ ড. রওশন জাহিদ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিষয়টি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।

শিক্ষার্থীরা বলছেন, ‘স্বাধীনতার ৫০ বছরে এসে বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় এ ধরনের ভুল বিশ্ববিদ্যালয়ের মানকে প্রশ্নবিদ্ধ করে। আবার বঙ্গবন্ধু হলের মতো একটা জায়গায় এমন ভুল তো কখনোই মেনে নেওয়ার মতো নয়। প্রতি বছরই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো না কোনো হল তাদের ভুলের কারণে এমন বিতর্ক সৃষ্টি করছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করার আগে হলের প্রাধ্যক্ষকে বিষয়টি ভালো ভাবে দেখে নেওয়া উচিত ছিল।’

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সকল আবাসিক ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস ২০২১ উদ্যাপন উপলক্ষে কেন্দ্রীয় অনুষ্ঠানমালার অংশ হিসেবে ১৬.১২.২০২১ তারিখ বৃহস্পতিবার সকাল ৭ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে এবং ৭ টা ৫ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এমন ভুল কাম্য নয়। বিষয়গুলো নিয়ে আমাদের আরও সচেতন হতে হবে।’

এদিকে এই ভুলের দায় স্বীকার করে বঙ্গবন্ধু হল প্রাধ্যাক্ষ ড. রওশন জাহিদ বলেন, ‘এটা দাপ্তরিক ভুল। আমি এই অনাকাক্সিক্ষত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত। এমন তো না যে, এটা আমরা জানি না। ভুল হয়ে গেছে। এখনি কারেকশন করে দিচ্ছি।’

নোটিশ পড়ে স্বাক্ষর করেছেন কিনা তা জানতে চাইলে তিনি বলেন, ‘সাইন তো সারাদিন অনেক করি। তবে কালকে আসলে অনেক চাপ ছিল। ইউনিভার্সিটির প্রোগ্রাম আছে। ইস্যু তো প্রত্যেকটাই বিরাট। এখন ভুল তো ভুলই।’