বুদ্ধিজীবী দিবস পালনে নোবিপ্রবিতে নানা কর্মসূচি
- Update Time : ০৩:৪৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
- / 147
এস আহমেদ ফাহিম, নোবিপ্রবি:
যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কর্তৃপক্ষ।
আজ(১৩ ডিসেম্বর) এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের নোটিশ হতে জানা যায়।
নোটিশে জানানো হয়,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি কর্মসূচি গ্রহণ করেছে।
বুদ্ধিজীবী দিবসের শহীদদের স্মরণে আজ (১৩ ডিসেম্বর) রাতে ১১ টা ৫০ মিনিটে কালো ব্যাজ ধারণ, নিষ্প্রদীপ মহড়া ও মোমবাতি প্রজ্জ্বলন করা হবে।
আগামীকাল (১৪ ডিসেম্বর) এর কর্মসূচির মধ্যে রয়েছে – সকালে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা উত্তোলন,শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনা এবং বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।
উক্ত আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।