রাবিতে ‘সাপ্লাই চেইন রিসার্স চ্যালেঞ্জ ২.০’ প্রতিযোগিতার নিবন্ধন চলছে
- Update Time : ০৬:৪১:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
- / 192
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যায়ে ক্যারিয়ার ক্লাবের উদ্যেগে সাপ্লাই চেইন রিসার্স চ্যালেঞ্জ ২.০ প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়েছে। যা আগামী ৩ জানুয়ারী ২০২২ পর্যন্ত চলবে।
আজ শনিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে লিখিত বক্তব্যে আরইউসিসি’র সভাপতি চার্লস অপু ফলিয়া বলেন, প্রতিযোগিতায় দুইটি পর্ব থাকবে। প্রতিযোগিদের ০৪ মার্চ, ২০২২ এর মধ্যে রিসার্স পেপার জমা দিতে হবে। এরপর ৩ এপ্রিল ফলাফল ঘোষণা করা হবে এবং বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার গ্রান্ড ফাইনাল।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের ৩ থেকে ৫ সদস্যের দল গঠন করতে হবে এবং অংশগ্রহণমূলক ফি হিসাবে ১০২০ টাকা ইভেন্ট এ উল্লেখিত নগদ, বিকাশ অথবা রকেট নম্বরে টিমের নামকে রেফারেন্স হিসাবে ব্যবহার করে প্রদান করতে হবে। তারপর ট্রাঞ্জেকশন আইডি অথবা কোডটি কপি করে গুগল ফর্ম এর নির্দিষ্ট জায়গায় বসিয়ে ফর্ম পূরণ করতে হবে। প্রত্যেক অংশগ্রহণকারী শিক্ষার্থীকে স্টুডেন্ট আইডি কার্ডের স্কান কপি সাথে জমা দিতে হবে।
তিনি আরো বলেন, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন টিম পাবে ৫০ হাজার টাকা, প্রথম রানারআপ টিম পাবে ৩০ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপ পাবে ২০ হাজার টাকা। এছাড়া প্রথম ৬০ টিমের জন্য থাকবে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকার সমমানের স্কলারশিপ। প্রতিযোগিতার প্রথম ২০ টি টিমের রিসার্চ পেপার ইন্টারন্যাশনাল জার্নাল ” সাপ্লাই চেইন ইনসাইডার ” এ প্রকাশিত হবে ।
সংবাদ সম্মেলনে রাবি উপ-উপাচার্য ও ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুনিরা জান্নাতুল কোবরা, আরইউসিসি’র উপদেষ্টা ও সহকারী অধ্যাপক স্বপ্নিল রহমান, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’র সহকারী পরিচালক এম আব্দুল আলিম এবং বিআইএইচআরএম’র প্রধান প্রোগ্রাম পরিচালক সাইফুদ্দীন আহমেদসহ আরইউসিসি’র অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আরইউসিসি ২০১৩ সালের ১৯ জুন প্রতিষ্ঠা হয়। এরপর থেকেই শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নের জন্য এই সংগঠন কাজ করে যাচ্ছে। ক্যারিয়ার সম্পর্কিত নিয়মিত বিভিন্ন ইভেন্ট অয়োজন করছে যা শিক্ষার্থীদের চাকরির বাজারে নিজেদের এগিয়ে রাখতে সহায়ক ভূমিকা পালন করছে।