রাবি’র নতুন সহকারী প্রক্টর হলেন পুরনজিত মহালদার
- Update Time : ১১:৩৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / 138
খোরশেদ আলম, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সহকারী প্রক্টর পদে নিয়োগ পেয়েছে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক পুরনজিত মহালদার।
বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত একটি আদেশে আগামী তিন বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয় ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত ওই আদেশেই বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক চারজন সহকারী প্রক্টরের মেয়াদ পূর্ণ হয়েছে।এই চারজনের স্থলে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.পুরনজিত মহালদার, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড.হাকিমুল হক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাইকা কবির নিতু, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড.জাকির হোসেনকে আগামী তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হলো।
বৃহস্পতিবার দুপুরের দিকে পুরনজিত মহালদারসহ অন্য তিন শিক্ষক তাদের পদে যোগদান করেন ।
পুরনজিত মহালদার এর আগে শামসুজ্জোহা হলের আবাসিক শিক্ষকের দায়িত্ব পালন করেন।
তিনি রাবি রোভার স্কাউটের আর,এস,এল ছিলেন। বর্তমানে নিরিখ সাহিত্য পত্রিকার সম্পাদকমন্ডলীর সদস্য ও বাংলা একাডেমির লোকজ সংস্কৃতি সংগ্রাহক।
আহমদ ছফার কথাসাহিত্য,রিজিয়া রহমানের উপন্যাস;বিষয় ও সৃজনকৌশলসহ ২১টি গবেষণামূলক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা এই শিক্ষক।