“বুটেক্স ডে” পালনের জন্য ১২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত
- Update Time : ০৭:৩৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / 177
সাবাইম ইসলাম, বুটেক্স প্রতিনিধি:
আগামী ২২শে ডিসেম্বরে ‘বিশ্ববিদ্যালয় দিবস’ পালনের উদ্দেশ্যে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স)।
এতে উপাচার্য অধ্যাপক আবুল কাশেমকে আহ্বায়ক করে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
২০১০ সালের ২২শে ডিসেম্বরে ‘কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি’ থেকে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় “বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)”। এ দিনটি তাই “বুটেক্স ডে” হিসেবে পরিচিত।
এ দিনের সাথে জড়িত রয়েছে শিক্ষার্থীদের আবেগ ও ভালোবাসা। তাই এ বছর বিশ্ববিদ্যালয়ে দিবস “বুটেক্স ডে” জাকজমকপূর্ণভাবে পালন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে ১২ সদস্যের একটি কমিটি গঠিত হয়।
উল্লেখ্য, কমিটির বাকি সদস্যদের মধ্যে আছেন সদস্য সচিব ও রেজিস্ট্রার ড. শাহ আলীমুজ্জামান, শিক্ষার্থী কল্যাণের পরিচালক ড. মোহাম্মদ আলী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ ফরহাদ হোসেন।
এছাড়াও রয়েছেন, বুটেক্স কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, বুটেক্স ছাত্রলীগ,আইটিইটি, আইইবি, বিবিটিএ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের প্রতিনিধিবৃন্দ।