রাবিতে ফোকলোর বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- Update Time : ১১:১৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / 182
আসিফ আজাদ সিয়াম, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফোকলোর বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১ টায় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে নানা আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তফা তারিকুল আহসানের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে র্যালি বের করেন। পরে তারা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। বিকেলে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
দিনব্যাপী নানা আয়োজনে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং বেশ কয়েকজন প্রাক্তনী অংশ নেন।
প্রসঙ্গত, ১৯৯৮ সালের ২রা ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফোকলোর বিভাগের যাত্রা শুরু হয়। এরপর থেকে বিভাগটিতে স্নাতক, স্নাতকোত্তর এবং এমফিল-পিএইচডি পর্যায়ে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
Tag :