মেয়র আব্বাসের বহিস্কারের দাবিতে রাবি ছাত্রলীগের বিক্ষোভ
- Update Time : ০৮:২০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / 172
রাবি প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য,বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের বিরুদ্ধে কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর বক্তব্যের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে।
আজ শুক্রবার (২৬ নভেম্বর) বিকাল পাঁচ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পিছনে দলীয় টেন্ট থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় ট্রেন্টে এক প্রতিবাদী সমাবেশ মিলিত হয়।
সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অনুভূতি ও আবেগের জায়গা। তাকে নিয়ে যে কটূক্তি করে তার দেশে থাকার অধিকার নেই। তাকে আওয়ামী লীগের সব ধরনের পদ থেকে বহিষ্কার এবং পৌর মেয়র পদ থেকে তাকে অপসারণের দাবি করছি।
এ সময় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সুরঞ্জিত প্রসাদ বৃত্ত, তৌহিদ মুর্শেদ, সাংগঠনিক সম্পাদক ইমরান খান নাহিদ ও হাসান লাবন সহ রাবি ছাত্রলীগের প্রায় ২০০ নেতা কর্মী উপস্থিত ছিলেন।