রাবিতে ছায়া জাতিসংঘের সম্মেলন শুরু

  • Update Time : ১১:৪১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
  • / 159

আসিফ আজাদ সিয়াম, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ষষ্ঠবারের মত ছায়া জাতিসংঘের সম্মেলন শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের প্রকৌশল অনুষদের গ্যালারিতে ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি বলেন, প্রযুক্তির এই যুগে বাহিরের দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ ও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাপকভাবে প্রযুক্তির উন্নয়ন ঘটেছে।

প্রযুক্তির ভালো এবং খারাপ দুই দিকই রয়েছে। কিন্তু প্রযুক্তির এই বিপ্লব আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের এই উন্নয়নের ক্ষেত্রে ভারত সব সময় তাদের পাশে থেকে সহযোগীতার চেষ্টা করেছে। এই সহযোগিতার ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় মেয়েদের হলগুলোয় পাঁচটি করে কম্পিউটার দেয়া হয়েছে।

এছাড়াও ভারতে প্রচুর পরিমাণে বাংলাদেশী শিক্ষার্থী পড়ালেখা পড়ালেখা করছে। পাঞ্জাবের একটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশী স্টুডেন্ট এর সংখ্যায় সাতশজন।বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর ভারতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য যাচ্ছে।

রাবি ছায়া জাতিসংঘের সাধারণ সম্পাদক নাদিয়া শারমিন বলেন, করোনা মহামারীর কারণে গত বছরে আমারা সব প্রস্তুতি নিয়েও অনুষ্ঠান করতে পারি নি। করোনা আমাদের বুঝতে শিখিয়েছে আমাদের প্রতিনিধিরা সংগঠনের প্রাণ। কারণ আমারা অনলাইনে আয়োজন করতে চাইলেও তারা দৃঢ়প্রতিজ্ঞ ছিল যে সুস্থ পৃথিবীতে স্বশরীরে কনফারেন্সে অংশগ্রহণ করবে। তাদের এই আগ্রহ টুকুই আমাদের অনুপ্রেরণা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. শাহ আজম শান্তনু।

সম্মেলনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে যমুনা টিভি, দৈনিক কালেরকন্ঠ, দ্যা ডেইলি স্টার রেডিও পার্টনার হিসেবে রেডিও পদ্মা ও আইটি পার্টনার হিসেবে রয়েছে আইটি ক্লান বিডি।

Tag :

Please Share This Post in Your Social Media


রাবিতে ছায়া জাতিসংঘের সম্মেলন শুরু

Update Time : ১১:৪১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১

আসিফ আজাদ সিয়াম, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ষষ্ঠবারের মত ছায়া জাতিসংঘের সম্মেলন শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের প্রকৌশল অনুষদের গ্যালারিতে ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি বলেন, প্রযুক্তির এই যুগে বাহিরের দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ ও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাপকভাবে প্রযুক্তির উন্নয়ন ঘটেছে।

প্রযুক্তির ভালো এবং খারাপ দুই দিকই রয়েছে। কিন্তু প্রযুক্তির এই বিপ্লব আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের এই উন্নয়নের ক্ষেত্রে ভারত সব সময় তাদের পাশে থেকে সহযোগীতার চেষ্টা করেছে। এই সহযোগিতার ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় মেয়েদের হলগুলোয় পাঁচটি করে কম্পিউটার দেয়া হয়েছে।

এছাড়াও ভারতে প্রচুর পরিমাণে বাংলাদেশী শিক্ষার্থী পড়ালেখা পড়ালেখা করছে। পাঞ্জাবের একটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশী স্টুডেন্ট এর সংখ্যায় সাতশজন।বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর ভারতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য যাচ্ছে।

রাবি ছায়া জাতিসংঘের সাধারণ সম্পাদক নাদিয়া শারমিন বলেন, করোনা মহামারীর কারণে গত বছরে আমারা সব প্রস্তুতি নিয়েও অনুষ্ঠান করতে পারি নি। করোনা আমাদের বুঝতে শিখিয়েছে আমাদের প্রতিনিধিরা সংগঠনের প্রাণ। কারণ আমারা অনলাইনে আয়োজন করতে চাইলেও তারা দৃঢ়প্রতিজ্ঞ ছিল যে সুস্থ পৃথিবীতে স্বশরীরে কনফারেন্সে অংশগ্রহণ করবে। তাদের এই আগ্রহ টুকুই আমাদের অনুপ্রেরণা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. শাহ আজম শান্তনু।

সম্মেলনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে যমুনা টিভি, দৈনিক কালেরকন্ঠ, দ্যা ডেইলি স্টার রেডিও পার্টনার হিসেবে রেডিও পদ্মা ও আইটি পার্টনার হিসেবে রয়েছে আইটি ক্লান বিডি।