রাবিতে শহীদ বুদ্ধিজীবী মীর আব্দুল কাইয়ুমের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা
- Update Time : ১১:৩৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / 164
আসিফ আজাদ সিয়াম, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ মীর আব্দুল কাইয়ুমে মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ১১ সভা অনুষ্ঠিত হয়। মনোবিজ্ঞান বিভাগ এর আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে শহীদ বুদ্ধিজীবী মীর আব্দুল কাইয়ুমের জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্র ‘মরণজয়ী শহীদ মীর কাইয়ুম’ প্রদর্শন করা হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ইমিরেটাস ড. অরুণ কুমার বসাক। তিনি বলেন, শহীদ মীর আব্দুল কাইয়ুম জ্ঞানত অবধারিত মৃত্যুকে অবজ্ঞা করে, অকৃপণ মনকে প্রসারিত করে মুক্তিযুদ্ধের কর্মধারায় যোগ দিয়েছিলেন। মীর আব্দুল কাইয়ুম দেশের প্রতি কর্তব্যের টানে তার যে আত্মবিসর্জনে যে অবদান তা পুরস্কারের দাবি রাখে।
মনোবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. মাহবুবা কানিজ কেয়ার সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মো. জাকারিয়া ও প্রফেসর ড.মো.সুলতান-উল-ইসলাম ।
উপাচার্য ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘আমাদের পরিকল্পনা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত সকল শহীদের স্মৃতি, কর্ম সংরক্ষণ করার এবং তাদের প্রয়াণ দিবসে প্রশাসনিকভাবে স্মরণের। এ ব্যাপারে আমরা দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের তৎকালীন শিক্ষক শহীদ বুদ্ধিজীবী মীর আব্দুল কাইয়ুমকে ১৯৭১ সালের ২৫ নভেম্বর রাতে পাকবাহিনী শহরেরঘোড়ামারায় তার শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে যায়। ৩০ ডিসেম্বর শহরের বাবলাবন বধ্যভূমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।