রাবিতে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের প্রয়াণে স্মরণ সভা

  • Update Time : ০৭:২৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
  • / 169

আসিফ আজাদ সিয়াম,রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

‘উত্তরন লেখক ও পাঠকের সূতিকাগার’ এর আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন
মোহাব্বত হোসেন মিলন।

স্মরণসভায় বক্তারা বলেন, শোককে শক্তিতে রুপান্তর করে হাসান আজিজুল হকের চেতনাকে আমরা পরিচর্যা করব। আমরা আমাদের জীবন ও কর্মে তার চেতনাকে লালন করব। তাহলে হাসান আজিজুল হক অমর হয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন। দৈহিক মৃত্যু হলেও সৃষ্টিকর্মের মাধ্যমে তিনি আজীবন বেঁচে থাকবেন আমাদের মধ্যে। তাঁকে আমাদের জীবন, কর্মে, চিন্তা, চেতনায় লালন করতে হবে।

স্মরণসভার মাধ্যমে তাকে স্বরণ না করে তার মানবিক জীবননে তার চেতনাকে লালন করতে হবে। তাহলে তিনি হাজার বছর বেঁচে থাকবেন আমাদের মাঝে।

সংগঠনটির সহ সভাপতি হেদায়েত উল্লাহ পাঠানের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. একরাম হোসেন, রসায়ন বিভাগের অধ্যাপক লায়লা আরজুমান বানু, নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান রাজু, ইসলামিক স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান, ফোকলোর বিভাগের অধ্যাপক ড. মোস্তফা তারিকুল আহসান, সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামান কাদিরী সহ প্রমুখ।

উল্লেখ্য, হাসান আজিজুল হক ১৫ নভেম্বর মৃত্যুবরণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্তরে তাকে সমাহিত করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media


রাবিতে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের প্রয়াণে স্মরণ সভা

Update Time : ০৭:২৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১

আসিফ আজাদ সিয়াম,রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

‘উত্তরন লেখক ও পাঠকের সূতিকাগার’ এর আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন
মোহাব্বত হোসেন মিলন।

স্মরণসভায় বক্তারা বলেন, শোককে শক্তিতে রুপান্তর করে হাসান আজিজুল হকের চেতনাকে আমরা পরিচর্যা করব। আমরা আমাদের জীবন ও কর্মে তার চেতনাকে লালন করব। তাহলে হাসান আজিজুল হক অমর হয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন। দৈহিক মৃত্যু হলেও সৃষ্টিকর্মের মাধ্যমে তিনি আজীবন বেঁচে থাকবেন আমাদের মধ্যে। তাঁকে আমাদের জীবন, কর্মে, চিন্তা, চেতনায় লালন করতে হবে।

স্মরণসভার মাধ্যমে তাকে স্বরণ না করে তার মানবিক জীবননে তার চেতনাকে লালন করতে হবে। তাহলে তিনি হাজার বছর বেঁচে থাকবেন আমাদের মাঝে।

সংগঠনটির সহ সভাপতি হেদায়েত উল্লাহ পাঠানের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. একরাম হোসেন, রসায়ন বিভাগের অধ্যাপক লায়লা আরজুমান বানু, নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান রাজু, ইসলামিক স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান, ফোকলোর বিভাগের অধ্যাপক ড. মোস্তফা তারিকুল আহসান, সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামান কাদিরী সহ প্রমুখ।

উল্লেখ্য, হাসান আজিজুল হক ১৫ নভেম্বর মৃত্যুবরণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্তরে তাকে সমাহিত করা হয়।