চিরনিদ্রায় শায়িত হলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক
- Update Time : ০৪:০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / 154
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দীয় গ্রন্থাগার চত্বরে সমাহিত করা হয়েছে উপমহাদেশের প্রখ্যাত কথাসহিত্যিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক অধ্যাপক হাসান আজিজুল হককে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) বাদ জোহর রাবির কেন্দীয় মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এতে অংশ নেন উপাচার্য, উপ-উপাচার্য, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ।
এর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তার মরদেহ নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে তার স্বজন, কবি, সাহিত্যিক, ভক্ত-অনুরাগী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় শহীদ মিনার চত্বরে শ্রদ্ধা জানাতে ছুটে আসেন শত শত মানুষ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম সহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিরা।
এর আগে গতকাল সোমবার রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয় হাউসিং সোসাইটির (বিহাস) বাসভবন উজান-এ তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি মৃত্যুর সময় তিন কন্যা এবং এক পুত্র রেখে গেছেন। তার সহধর্মিণী শামসুন নাহার ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে ইন্তেকাল করেন।