ইংরেজিতে সুন্দর করে কথা বলতে ৫টি সহজ উপায়

  • Update Time : ১২:০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
  • / 285
মুনজেরিন শহীদ:
.
আপনি কি ইংরেজিতে কথা বলতে পারেন? দ্বিতীয় ভাষা হিসেবে আমরা অনেকেই ইংরেজিতে কথা বলার জন্য আপ্রাণ চেষ্টা করি। একটা বিষয় আমার মাথায় প্রায়ই আসে। আমাদের স্কুল কলেজের ইংরেজি ক্লাসগুলোতে আমাদের ইংরেজি গ্রামার শেখানো হয়। শেখানো হয় কীভাবে ইংরেজিতে লিখতে হয়। কিন্তু কথা বলা কি শেখানো হয়?
.
আজ তাই ইংরেজিতে কথা বলার দারুণ ৫ টি টিপস নিয়ে হাজির হয়েছি।
.
১) কথা বলে বলে ইংরেজি বই পড়ুন আপনি হয়তো ইংরেজি গ্রামার অনেকটা পারেন। এখন পালা এটাকে কাজে লাগানোর। কাউকে (মা, বাবা বা বন্ধু) পাশে বসিয়ে মুখ খুলে যে কোনো একটা ইংরেজি বই পড়ুন। এভাবে পড়ার সুবিধা হচ্ছে, যে শব্দগুলো আপনি হয়তো এমনিতে উচ্চারণ করার কোনো প্রয়োজন ছিল না, সেগুলো আপনি বলে বলে প্র্যাক্টিস করছেন। শব্দ উচ্চারণ করার টেকনিক বুঝতে পারছেন। পরবর্তীতে যখন এই শব্দটি আবার উচ্চারণ করার দরকার পড়ছে, তখন খেয়াল করে দেখবেন, আপনি সেই শব্দটি পূর্বের চেয়ে আরও সঠিকভাবে ও দ্রুত উচ্চারণ করতে পারছেন।
.
২) ইংরেজি টিভি শো, মুভি ও ডকুমেন্টারি দেখুন ইংরেজি শেখার একটি মূল বিষয় হচ্ছে অন্য কারো কথা বুঝতে পারা, শুধু কথা বলা না কিন্তু। আপনিই বলুন, আপনি অপর পাশের মানুষটির কথা যদি না বুঝেন, আপনি হয়তো কথা বলতে পারেন, কিন্তু বন্ধুটির উত্তর কী দিবেন? ভালো ভালো ইংরেজি মুভি, টিভি শো, রান্নার ভিডিও এগুলো দেখলে Native Speaker ‘রা ইংরেজিতে কীভাবে কথা বলে, এই জিনিসগুলো শুনে বুঝতে পারবেন। তবে, একদম প্রথমেই কঠিন কঠিন ভাষার ইংরেজি কন্টেন্টগুলো বেছে নিবেন না। সাবটাইটেল অন করে নিবেন। কেননা, অনেকেই ইংরেজিতে কথা বেশ দ্রুত বলে থাকেন। একবার সাবটাইটেলসহ একটি ফিল্ম দেখা হয়ে গেলে, সেই একই ফিল্ম সাবটাইটেল বাদে দেখার চেষ্টা করবেন। এবার দেখুন তো কথাগুলো বুঝতে পারছেন কী না? কোনো জায়গায় যদি আটকিয়ে যান, সাবটাইটেলসহ আবার সেই জায়গাটি দেখতে পারেন।
.
৩) কথা বলা শুরু করুন, ধীরে ধীরে ও সহজ বিষয়গুলো নিয়ে প্র্যাক্টিস করুন সহজে নিয়ন্ত্রণ করা যায় এমন conversation শুরু করুন। এভাবে অপরিচিতদের সাথে কথা বলার ফলে কোনো ভুল করে ফেললে বিশাল কোনো সমস্যায় পড়বেন না। যে কোনো মুহূর্তে আপনি কথা শেষ করে দিতে পারবেন, নিয়ন্ত্রিত কথাগুলো এভাবে করা হয়ে থাকে। কথা বলার আরও একজন উৎকৃষ্ট মানুষের সন্ধান দেই আপনাকে। সেই ব্যক্তিটি কে জানেন? আপনি। কী? অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। নিজের সাথে প্রতিদিন আয়নার সামনে কথা বলা প্র্যাক্টিস করলে আপনি যেমন আপনার Facial Expression দেখতে পারবেন, তার পাশাপাশি আপনার উপর কারো হাসার সুযোগ থাকবে না।
.
৪) অন্যদের কাছ থেকে শোনা অজানা ইংরেজি শব্দগুলো নোট করে রাখুন স্কুল-কলেজে যে ইংরেজি আমরা শিখে থাকি, সেটি অনেক সময়ই বাস্তবে কথা বলার সময় ভিন্ন হয়ে থাকে। যেমন, অনেক শব্দ যেগুলো আমরা ছোট থাকতে শিখেছিলাম, সেগুলো কথা বলার সময় হয়তো প্রয়োজন হয় না। এ কারণে আপনি যখন কথা বলা শুরু করবেন, তখন প্রচুর নতুন শব্দের সম্মুখীন হবেন। এই শব্দগুলো যেন হারিয়ে না যায় তার জন্য একটা নোটবুক রাখতে পারেন। নোটবুক এর বদলে ফোনের নোটস অ্যাপের মাধ্যমেও একই কাজ করতে পারবেন। এভাবে প্রতি সপ্তাহে ১৫-২০টি নতুন শব্দ খুঁজে বের করা কোনো ব্যাপারই না।
.
৫) আপনি যা করতে পছন্দ করেন সেই জিনিসগুলো ইংরেজিতে রিসার্চ করার চেষ্টা করুন রান্না করতে ভালবাসেন? বাংলায় রান্নার ভিডিও দেখার পাশাপাশি ইংরেজিতে দেখে অভ্যস্ত হোন। ইউটিউবে হাজার হাজার এমন ভিডিও ক্রিয়েটর পাবেন। এভাবে যেমন নতুন শব্দ শিখতে পারবেন, একই ভাবে Pronunciation ও শিখতে পারবেন। ইতিহাস জানতে পছন্দ করেন? তাহলে কোনো সভ্যতার ইতিহাস নিয়ে ডকুমেন্টারি দেখুন।
আর্ট করতে পছন্দ করেন? তাহলে অপেক্ষা না করে এক্ষুনি বের করে ফেলুন আপনার পছন্দের কন্টেন্ট। তবে হ্যাঁ, সেটি অবশ্যই ইংরেজিতে হতে হবে।
.
আর এ জন্যই বোরিং জিনিসগুলোর ইংরেজি কথা না শুনে আপনার পছন্দের কোনো বিষয় নিয়ে বসুন। ইংরেজি শেখা হবে, আর আপনার প্যাশনও!
.
লেখক: শিক্ষার্থী, অ্যাপ্লায়েড লিঙ্গুয়েস্টিক অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, অক্সর্ফোড ইউনিভার্সিটি।

Please Share This Post in Your Social Media


ইংরেজিতে সুন্দর করে কথা বলতে ৫টি সহজ উপায়

Update Time : ১২:০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
মুনজেরিন শহীদ:
.
আপনি কি ইংরেজিতে কথা বলতে পারেন? দ্বিতীয় ভাষা হিসেবে আমরা অনেকেই ইংরেজিতে কথা বলার জন্য আপ্রাণ চেষ্টা করি। একটা বিষয় আমার মাথায় প্রায়ই আসে। আমাদের স্কুল কলেজের ইংরেজি ক্লাসগুলোতে আমাদের ইংরেজি গ্রামার শেখানো হয়। শেখানো হয় কীভাবে ইংরেজিতে লিখতে হয়। কিন্তু কথা বলা কি শেখানো হয়?
.
আজ তাই ইংরেজিতে কথা বলার দারুণ ৫ টি টিপস নিয়ে হাজির হয়েছি।
.
১) কথা বলে বলে ইংরেজি বই পড়ুন আপনি হয়তো ইংরেজি গ্রামার অনেকটা পারেন। এখন পালা এটাকে কাজে লাগানোর। কাউকে (মা, বাবা বা বন্ধু) পাশে বসিয়ে মুখ খুলে যে কোনো একটা ইংরেজি বই পড়ুন। এভাবে পড়ার সুবিধা হচ্ছে, যে শব্দগুলো আপনি হয়তো এমনিতে উচ্চারণ করার কোনো প্রয়োজন ছিল না, সেগুলো আপনি বলে বলে প্র্যাক্টিস করছেন। শব্দ উচ্চারণ করার টেকনিক বুঝতে পারছেন। পরবর্তীতে যখন এই শব্দটি আবার উচ্চারণ করার দরকার পড়ছে, তখন খেয়াল করে দেখবেন, আপনি সেই শব্দটি পূর্বের চেয়ে আরও সঠিকভাবে ও দ্রুত উচ্চারণ করতে পারছেন।
.
২) ইংরেজি টিভি শো, মুভি ও ডকুমেন্টারি দেখুন ইংরেজি শেখার একটি মূল বিষয় হচ্ছে অন্য কারো কথা বুঝতে পারা, শুধু কথা বলা না কিন্তু। আপনিই বলুন, আপনি অপর পাশের মানুষটির কথা যদি না বুঝেন, আপনি হয়তো কথা বলতে পারেন, কিন্তু বন্ধুটির উত্তর কী দিবেন? ভালো ভালো ইংরেজি মুভি, টিভি শো, রান্নার ভিডিও এগুলো দেখলে Native Speaker ‘রা ইংরেজিতে কীভাবে কথা বলে, এই জিনিসগুলো শুনে বুঝতে পারবেন। তবে, একদম প্রথমেই কঠিন কঠিন ভাষার ইংরেজি কন্টেন্টগুলো বেছে নিবেন না। সাবটাইটেল অন করে নিবেন। কেননা, অনেকেই ইংরেজিতে কথা বেশ দ্রুত বলে থাকেন। একবার সাবটাইটেলসহ একটি ফিল্ম দেখা হয়ে গেলে, সেই একই ফিল্ম সাবটাইটেল বাদে দেখার চেষ্টা করবেন। এবার দেখুন তো কথাগুলো বুঝতে পারছেন কী না? কোনো জায়গায় যদি আটকিয়ে যান, সাবটাইটেলসহ আবার সেই জায়গাটি দেখতে পারেন।
.
৩) কথা বলা শুরু করুন, ধীরে ধীরে ও সহজ বিষয়গুলো নিয়ে প্র্যাক্টিস করুন সহজে নিয়ন্ত্রণ করা যায় এমন conversation শুরু করুন। এভাবে অপরিচিতদের সাথে কথা বলার ফলে কোনো ভুল করে ফেললে বিশাল কোনো সমস্যায় পড়বেন না। যে কোনো মুহূর্তে আপনি কথা শেষ করে দিতে পারবেন, নিয়ন্ত্রিত কথাগুলো এভাবে করা হয়ে থাকে। কথা বলার আরও একজন উৎকৃষ্ট মানুষের সন্ধান দেই আপনাকে। সেই ব্যক্তিটি কে জানেন? আপনি। কী? অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। নিজের সাথে প্রতিদিন আয়নার সামনে কথা বলা প্র্যাক্টিস করলে আপনি যেমন আপনার Facial Expression দেখতে পারবেন, তার পাশাপাশি আপনার উপর কারো হাসার সুযোগ থাকবে না।
.
৪) অন্যদের কাছ থেকে শোনা অজানা ইংরেজি শব্দগুলো নোট করে রাখুন স্কুল-কলেজে যে ইংরেজি আমরা শিখে থাকি, সেটি অনেক সময়ই বাস্তবে কথা বলার সময় ভিন্ন হয়ে থাকে। যেমন, অনেক শব্দ যেগুলো আমরা ছোট থাকতে শিখেছিলাম, সেগুলো কথা বলার সময় হয়তো প্রয়োজন হয় না। এ কারণে আপনি যখন কথা বলা শুরু করবেন, তখন প্রচুর নতুন শব্দের সম্মুখীন হবেন। এই শব্দগুলো যেন হারিয়ে না যায় তার জন্য একটা নোটবুক রাখতে পারেন। নোটবুক এর বদলে ফোনের নোটস অ্যাপের মাধ্যমেও একই কাজ করতে পারবেন। এভাবে প্রতি সপ্তাহে ১৫-২০টি নতুন শব্দ খুঁজে বের করা কোনো ব্যাপারই না।
.
৫) আপনি যা করতে পছন্দ করেন সেই জিনিসগুলো ইংরেজিতে রিসার্চ করার চেষ্টা করুন রান্না করতে ভালবাসেন? বাংলায় রান্নার ভিডিও দেখার পাশাপাশি ইংরেজিতে দেখে অভ্যস্ত হোন। ইউটিউবে হাজার হাজার এমন ভিডিও ক্রিয়েটর পাবেন। এভাবে যেমন নতুন শব্দ শিখতে পারবেন, একই ভাবে Pronunciation ও শিখতে পারবেন। ইতিহাস জানতে পছন্দ করেন? তাহলে কোনো সভ্যতার ইতিহাস নিয়ে ডকুমেন্টারি দেখুন।
আর্ট করতে পছন্দ করেন? তাহলে অপেক্ষা না করে এক্ষুনি বের করে ফেলুন আপনার পছন্দের কন্টেন্ট। তবে হ্যাঁ, সেটি অবশ্যই ইংরেজিতে হতে হবে।
.
আর এ জন্যই বোরিং জিনিসগুলোর ইংরেজি কথা না শুনে আপনার পছন্দের কোনো বিষয় নিয়ে বসুন। ইংরেজি শেখা হবে, আর আপনার প্যাশনও!
.
লেখক: শিক্ষার্থী, অ্যাপ্লায়েড লিঙ্গুয়েস্টিক অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, অক্সর্ফোড ইউনিভার্সিটি।