সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২

  • Update Time : ০৩:৩৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
  • / 220
লালমনিরহাট প্রতিনিধি:

 লালমনিরহাটের পাটগ্রামে সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে ছয় কিশোরসহ ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আটকদের মধ্যে ছয় কিশোরকে সমাজ সেবা অধিদপ্তরে পাঠিয়েছে পাটগ্রাম থানা পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গোরপোতা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ১২ জন হলেন- তুল্য রায় বর্মন (২৫), জাফর (২২), আসাদ্দুজ্জামান (২১), বিশু (২০), আমিত্র রায় (১৯), মাজ্জক খান (১৮), রাসেল (১৭), সোহেল (১৬), মাসুদ (১৬), রিপন (১৫), আকাশ (১৫) ও সহায়তাকারী দালাল শাকিল ইসলাম (২০)। এদের মধ্যে দালাল শাকিলের বাড়ি পাটগ্রামের দহগ্রামে। অন্যদের বাড়ি দেশের বিভিন্ন স্থানে বলে জানায় পুলিশ।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়, ওই সীমান্ত দিয়ে স্থানীয় দালাল শাকিলের মাধ্যমে বৃহস্পতিবার দিনগত রাতে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ওই ১২ জনকে আটক করে বিজিবি দহগ্রাম ক্যাম্পের টহল দল।

শুক্রবার সকালে আটকদের নামে পাটগ্রাম থানায় মামলা দিয়ে তাদের পুলিশে সোপর্দ করে বিজিবি। আটকদের ১২ জনের মধ্যে ছয় জনকে গ্রেফতার দেখায় পাটগ্রাম থানা পুলিশ। আর অন্য ছয় কিশোরকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media


সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২

Update Time : ০৩:৩৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
লালমনিরহাট প্রতিনিধি:

 লালমনিরহাটের পাটগ্রামে সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে ছয় কিশোরসহ ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আটকদের মধ্যে ছয় কিশোরকে সমাজ সেবা অধিদপ্তরে পাঠিয়েছে পাটগ্রাম থানা পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গোরপোতা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ১২ জন হলেন- তুল্য রায় বর্মন (২৫), জাফর (২২), আসাদ্দুজ্জামান (২১), বিশু (২০), আমিত্র রায় (১৯), মাজ্জক খান (১৮), রাসেল (১৭), সোহেল (১৬), মাসুদ (১৬), রিপন (১৫), আকাশ (১৫) ও সহায়তাকারী দালাল শাকিল ইসলাম (২০)। এদের মধ্যে দালাল শাকিলের বাড়ি পাটগ্রামের দহগ্রামে। অন্যদের বাড়ি দেশের বিভিন্ন স্থানে বলে জানায় পুলিশ।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়, ওই সীমান্ত দিয়ে স্থানীয় দালাল শাকিলের মাধ্যমে বৃহস্পতিবার দিনগত রাতে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ওই ১২ জনকে আটক করে বিজিবি দহগ্রাম ক্যাম্পের টহল দল।

শুক্রবার সকালে আটকদের নামে পাটগ্রাম থানায় মামলা দিয়ে তাদের পুলিশে সোপর্দ করে বিজিবি। আটকদের ১২ জনের মধ্যে ছয় জনকে গ্রেফতার দেখায় পাটগ্রাম থানা পুলিশ। আর অন্য ছয় কিশোরকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।