বাংলাদেশ সমবায় ব্যাংকের ৫ কর্মকর্তা গ্রেপ্তার
- Update Time : ০৮:৪৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
- / 491
নিজস্ব প্রতিবেদক:
ভল্টে থেকে গ্রাহকের ১১ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগে বাংলাদেশ সমবায় ব্যাংকের উপ-মহাব্যবস্থাপকসহ ৫ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। জাল কাগজপত্র বানিয়ে অভিযুক্তরা গ্রাহকদের মূল্যবান সামগ্রী হাতিয়ে নিতো বলে জানান দুর্নীতি দমন কমিশন-দুদক সচিব আনোয়ার হোসেন হাওলাদার।
.
গ্রাহকের স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী আত্মসাতের অভিযোগ ওঠে ব্যাংকের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন বাদী হয়ে সমবায় ব্যাংকের চেয়ারম্যানসহ ৯ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করে।
.
গ্রাহকের স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী আত্মসাতের অভিযোগ ওঠে ব্যাংকের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন বাদী হয়ে সমবায় ব্যাংকের চেয়ারম্যানসহ ৯ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচা থেকে ৯ আসামির মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করে দুদক।
দুদক সচিব আনোয়ার হোসেন হাওলাদার জানান, জাল জালিয়াতির মাধ্যেমে গ্রাহকের ১১ কোটি ৪০ লাখ আত্মসাত করেছেন তারা।
মামলার অন্য আসামিদেরও পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে জানান দুদক সচিব।
Tag :