জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পূর্ণ হলো বামমা’র বার্ষিক বনভোজন
- Update Time : ১১:০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
- / 305
তানভীর আহমেদ, ঢাকা:
বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারীজ মার্চেন্ট এসোসিয়েশন (বামমা) এর বার্ষিক বনভোজন ২০২১ খুব উৎসবমুখর পরিবেশে সম্পূর্ণ হয়েছে।
.
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাত টায় রাজধানীর নবাবপুর রোড থেকে প্রায় ৩৬ টিরও বেশি বাস নিয়ে আশুলিয়ার বর্নচ্ছটা রিসোর্ট এর উদ্দেশ্যে রওনা হয়। বাস ছাড়ার পূর্বে সবার মাঝে মাস্ক বিতরণ করা হয় এবং মাস্ক পরিধানের নির্দেশ করা হয়।
.
এরপর রিসোর্টে পৌঁছে সকালের নাস্তা পরিবেশন করা হয়, পরে বেলা ১১টায় বাচ্ছাদের জন্য দৌড় প্রতিযোগিতা, বিস্কুট দোড় ও মোরগ লড়াই এবং মহিলাদের জন্য বালিশ খেলার আয়োজন করেন, উক্ত খেলা পরিচালনা করেন, বামমা এর সহ-সভাপতি মনির চৌধুরী ,সহযোগীতায় ছিলেন গোল্ডেন কর্পোরেশন এর মালিক মোঃ ফয়সাল আহমেদ। পরে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন ,(বামমা) এর সভাপতি খন্দকার মঈনুর রহমান জুয়েল ও সিনিয়র সহ সভাপতি, মোঃ শামীম ফয়সাল।
.
.
বিডি সমাচার ২৪ এর এক জিজ্ঞাসায় বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারীজ মার্চেন্ট এসোসিয়েশন
(বামমা) এর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, “বনভোজন ২০২১” হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বনভোজন,নিত্য বিনোদনের সব ধরনের আয়োজন রয়েছে এই বনভোজনে।
.
বার্ষিক বনভোজন এর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সারাবছর কর্মব্যস্ততার মাঝে একটু রিফ্রেশমেন্ট এর অবশ্যই প্রয়োজন রয়েছে, আর তা যদি হয় পরিবার,বন্ধু-বান্ধব ও সহকর্মীদের সাথে তাহলে মন্দ কিসের,বছরের একটি দিন সবাইকে নিয়ে সময় কাটানো,বাচ্চাদের নিয়ে আনন্দ করা এবং প্রতিবেশী ব্যবসায়ীদের সাথে মনখুলে কথা বলার এক অন্যতম মুহূর্ত এই বনভোজন।
.
তিনি আরো বলেন, আমাদের এই এসোসিয়েশন এর প্রতিটি কর্মকর্তার নিরলস পরিশ্রমে এবং সম্মানিত সদস্যদের সহযোগিতায় প্রতিবছর আমাদের বনভোজন অত্যন্ত সুন্দর ও মানসম্মত হয়ে থাকে, এবারের বনভোজন বিগত সালের থেকেও মানসম্মত ভাবে সাজানো হয়েছে।
.
পরে দুপুরের খাবার শেষ করে সকল সদস্যগণ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন, বিভিন্ন তরুণ শিল্পী ও ফকির সাহবুদ্দিনের পরিবেশনায় উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানটি জমজমাট হয়ে উঠে।
.
পরিশেষে এসোসিয়েশন এর সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন পর্যায়ের নেতা ও সম্মানিত মেহমানগণ এর বক্তব্যের মাধ্যমে বনভোজন এর সমাপ্তি ঘোষণা করা হয়।
Tag :