রাজধানীসহ সারা দেশে চলছে চতুর্থ দিনের টিকাদান কার্যক্রম।
.
যারা সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করেছেন, তারা দ্রুত সময়ে টিকা নিতে পারছেন। তবে যাদের নিবন্ধন করা নেই, তারা হাসপাতালে গিয়ে তাৎক্ষণিক নিবন্ধন করে প্রক্রিয়া মেনে টিকা নিচ্ছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গতকাল ১ হাজার ২০০ জনকে টিকা দেয়ার পরিকল্পনা থাকলেও চাহিদা বেশি থাকায় দেড় হাজার জনকে দেয়া হয়।
এদিকে, কুর্মিটোলায় স্পট নিবন্ধন করা যাচ্ছে, কিন্তু টিকা নেয়ার তারিখের জন্য এসএমএসের অপেক্ষা করতে হবে। তবে সরকারি হাসপাতালগুলোতে ভ্যাকসিন নেয়া মানুষের সংখ্যা বাড়লেও নিম্নবিত্তের উপস্থিতি কম। প্রথম ৩ দিনে টিকা নিয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৩১৮ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৩৪ হাজার ৭৩৫ জন। আর নারী ৪৪ হাজার ৫৮৩ জন।