ইউটিউবে দেখে নিজেই ইঁদুর মারার ফাঁদ বানালেন তিনি

  • Update Time : ০৯:৫২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
  • / 167
সুনামগঞ্জ প্রতিনিধি:

ইঁদুরের আক্রমণে সম্প্রতি আলু ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের কৃষক আব্দুল আউয়ালের। জমিতে কীটনাশক ব্যবহার করেন না, তাই বিকল্প উপায়ে ইঁদুর মারার পরিকল্পনা করেন। রাতের খাবার খেয়ে শুয়ে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতে শুরু করেন। এক পর্যায়ে পেয়ে যান বাঁশ, রশি ও তার দিয়ে তৈরি করা যায় এমন ইঁদুর মারার ফাঁদ। পরদিন ঘুম থেকে ওঠে বাড়ির পাশের বাঁশ ঝাড় থেকে একটি বাঁশ কেটে নিয়ে ফাঁদ তৈরির কাজ শুরু করেন। একটি বাঁশ একহাত টুকরো করে কেটে রশি ও তার দিয়ে তৈরি করেন ফাঁদ।

ইউটিউবে মাত্র ১০ মিনিট ভিডিও দেখেই আউয়াল ইঁদুর মারার ফাঁদ তৈরি করেন।

ইঁদুর মারার ফাঁদ

তিনি বলেন, রাতে শুকনো মাছ বা সিদল দিয়ে ফাঁদ আলু ক্ষেতে পেতে রাখেন। সকালে গিয়ে দেখতে পান ১০টি ইঁদুর আটকে মরে আছে। এভাবে প্রতিরাতে আলু ক্ষেতে ফাঁদ পেতে ইঁদুর নিধন করেন তিনি। এখন পর্যন্ত ৫০টি ইঁদুর মেরেছেন এভাবে। প্রতিটি ফাঁদ তৈরি করতে ২০ টাকার মতো খরচ পড়ে। সময় লাগে এক ঘণ্টা। আলু, গম, ভুট্টা ক্ষেত, বসত বাড়ি, গাছে সব জায়গায় ব্যবহার করা যায় এই ফাঁদ।

বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর ব্লকের উপ সহাকারী কর্মকর্তা মোহাম্মদ সামছুল আলম বিদু বলেন, আব্দুল আউয়াল একজন স্বশিক্ষিত কৃষক। তিনি নিজের প্রচেষ্টায় অনেক কিছু শিখেছেন। ইঁদুর মারার যে ফাঁদ তিনি তৈরি করেছে তা শতভাগ কার্যকর।

Tag :

Please Share This Post in Your Social Media


ইউটিউবে দেখে নিজেই ইঁদুর মারার ফাঁদ বানালেন তিনি

Update Time : ০৯:৫২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
সুনামগঞ্জ প্রতিনিধি:

ইঁদুরের আক্রমণে সম্প্রতি আলু ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের কৃষক আব্দুল আউয়ালের। জমিতে কীটনাশক ব্যবহার করেন না, তাই বিকল্প উপায়ে ইঁদুর মারার পরিকল্পনা করেন। রাতের খাবার খেয়ে শুয়ে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতে শুরু করেন। এক পর্যায়ে পেয়ে যান বাঁশ, রশি ও তার দিয়ে তৈরি করা যায় এমন ইঁদুর মারার ফাঁদ। পরদিন ঘুম থেকে ওঠে বাড়ির পাশের বাঁশ ঝাড় থেকে একটি বাঁশ কেটে নিয়ে ফাঁদ তৈরির কাজ শুরু করেন। একটি বাঁশ একহাত টুকরো করে কেটে রশি ও তার দিয়ে তৈরি করেন ফাঁদ।

ইউটিউবে মাত্র ১০ মিনিট ভিডিও দেখেই আউয়াল ইঁদুর মারার ফাঁদ তৈরি করেন।

ইঁদুর মারার ফাঁদ

তিনি বলেন, রাতে শুকনো মাছ বা সিদল দিয়ে ফাঁদ আলু ক্ষেতে পেতে রাখেন। সকালে গিয়ে দেখতে পান ১০টি ইঁদুর আটকে মরে আছে। এভাবে প্রতিরাতে আলু ক্ষেতে ফাঁদ পেতে ইঁদুর নিধন করেন তিনি। এখন পর্যন্ত ৫০টি ইঁদুর মেরেছেন এভাবে। প্রতিটি ফাঁদ তৈরি করতে ২০ টাকার মতো খরচ পড়ে। সময় লাগে এক ঘণ্টা। আলু, গম, ভুট্টা ক্ষেত, বসত বাড়ি, গাছে সব জায়গায় ব্যবহার করা যায় এই ফাঁদ।

বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর ব্লকের উপ সহাকারী কর্মকর্তা মোহাম্মদ সামছুল আলম বিদু বলেন, আব্দুল আউয়াল একজন স্বশিক্ষিত কৃষক। তিনি নিজের প্রচেষ্টায় অনেক কিছু শিখেছেন। ইঁদুর মারার যে ফাঁদ তিনি তৈরি করেছে তা শতভাগ কার্যকর।