দ্বিতীয় দিনে সিলেটে টিকা নিলেন ১৭৪৮ জন
- Update Time : ০১:২৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
- / 173
সিলেট প্রতিনিধি:
টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিন সিলেটে ১ হাজার ৭৪৮ জন টিকা নিয়েছেন। সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১২টি বুথসহ ১২টি উপজেলার ২৪টি বুথ ও সিএমএইচের চারটি বুথে এ টিকা নেন তারা।
টিকাদান কার্যক্রম চলে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
সিলেটের সিভির সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানান, সিলেট মহানগরে দুটি সেন্টারে টিকা দেয়া হয়। এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেলের ১২টি বুথে টিকা নিয়েছেন ১ হাজার ৬৯ জন। তাদের মধ্যে পুরুষ ৭১৩ জন, ৩৫৬ জন নারী। আর সিলেট জেলা পুলিশ হাসপাতালে পুরুষ ১২১ জন ও নারী ২৯ জন মোট ১৫০ জন মানুষ টিকা নেন।
এছাড়া সিলেট জেলার ১২টি উপজেলার ২৪টি বুথ ও সিএমএইচের চারটি বুথে আরও ৫২৯ জন মানুষ টিকা নিয়েছেন।
এর আগে শনিবার (৭ ফেব্রুয়ারি) সারাদেশের মতো সিলেটেও টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে সিলেট জেলা, মহানগর ও সিএমএইচে ৯৪৮ জন টিকা নেন।