ইরাকে আইএসের হাতে নিহত ১০৪ জনের দেহাবশেষ ফিরিয়ে দাফন

  • Update Time : ১২:৪১:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
  • / 213
আন্তর্জাতিক ডেস্ক:
ইরাকে ইসলামিক স্টেট -আইএসের হাতে নিহত ১০৪ সদস্যের দেহাবশেষ ফিরিয়ে এনে দাফন করেছে ইয়াজিদি সম্প্রদায়।
.

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালে নিহত ব্যক্তিদের দেহাবশেষ শনাক্ত করে গণকবর থেকে তুলে আনার পর নিনেভা প্রদেশের কোহো গ্রামে দাফন করা হয়।

ইয়াজিদি অর্গানাইজেশন ফর ডকুমেন্টেশন এর প্রধান খাইরি আলী ইব্রাহিম জানিয়েছেন, ২০১৪ এর আগস্টে আইএস এর হাতে নিহতদের সবাই পুরুষ। এছাড়া উত্তর ইরাকে ইয়াজিদিদের এলাকাগুলোতে কয়েক হাজার পুরুষকে হত্যা করেছিল আই এস। সেসময় নারী ও শিশুদের দাস বানিয়ে অত্যাচার করা হয়।

আইএস ইয়াজিদি সম্প্রদায়ের ওপর গণহত্যা চালিয়েছে বলে দাবি জাতিসংঘের।

২০১৪ সালের ৩রা অগাস্ট আইএস হামলা চালানোর আগে ইরাকে সাড়ে পাঁচ লাখ ইয়াজিদি বাস করতো। আইএস-এর অত্যাচারে প্রায় তিন লাখ ৬০ হাজার ইয়াজিদি পালিয়ে যায়।

Tag :

Please Share This Post in Your Social Media


ইরাকে আইএসের হাতে নিহত ১০৪ জনের দেহাবশেষ ফিরিয়ে দাফন

Update Time : ১২:৪১:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
আন্তর্জাতিক ডেস্ক:
ইরাকে ইসলামিক স্টেট -আইএসের হাতে নিহত ১০৪ সদস্যের দেহাবশেষ ফিরিয়ে এনে দাফন করেছে ইয়াজিদি সম্প্রদায়।
.

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালে নিহত ব্যক্তিদের দেহাবশেষ শনাক্ত করে গণকবর থেকে তুলে আনার পর নিনেভা প্রদেশের কোহো গ্রামে দাফন করা হয়।

ইয়াজিদি অর্গানাইজেশন ফর ডকুমেন্টেশন এর প্রধান খাইরি আলী ইব্রাহিম জানিয়েছেন, ২০১৪ এর আগস্টে আইএস এর হাতে নিহতদের সবাই পুরুষ। এছাড়া উত্তর ইরাকে ইয়াজিদিদের এলাকাগুলোতে কয়েক হাজার পুরুষকে হত্যা করেছিল আই এস। সেসময় নারী ও শিশুদের দাস বানিয়ে অত্যাচার করা হয়।

আইএস ইয়াজিদি সম্প্রদায়ের ওপর গণহত্যা চালিয়েছে বলে দাবি জাতিসংঘের।

২০১৪ সালের ৩রা অগাস্ট আইএস হামলা চালানোর আগে ইরাকে সাড়ে পাঁচ লাখ ইয়াজিদি বাস করতো। আইএস-এর অত্যাচারে প্রায় তিন লাখ ৬০ হাজার ইয়াজিদি পালিয়ে যায়।