চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় চাঁদপুর জেলা পুলিশ লাইনস্ এ মিট দ্যা প্রেস এর অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপার (সদ্য অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মোঃ মাহবুবুর রহমান পিপিএম (বার)।
তিনি বলেন, আমি একজন ভাল মানুষ হিসেবে সকলের মাঝে থাকতে চাই। কাউকে বিন্দু মাত্র কষ্ট দিয়ে নয়। আপনারা আমার জন্য দোয়া করবেন।
তিনি আরও বলেন, আমার চাকুরি জীবনে সোনালী দিনগুলো ছিল চাঁদপুরে। পুলিশ যেমন মানুষের সেবার জন্য সারারাত জেগে সেবা প্রদান করে। তেমনি সাংবাদিকরা সারারাত জেগে মানুষকে সচেতন করে গেছেন। ব্যক্তিত্ব সম্পন্ন সাংবাদিকতার সহায়তা পেয়েছি সবসময়।
এএসপি হেড কোয়ার্টার আসাদুজ্জামান এর সঞ্চালনায় চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ সার্কেল সোহেল মাহমুদ, কচুয়া সার্কেল আবুল কালাম চৌধুরী।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহীম, সহকারী পুলিশ সুপার শেহরিন আলম, চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ নাসিম উদ্দিন, কোর্ট ইন্সপেক্টর শাহ আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী, শহীদ পাটওয়ারী, গিয়াস উদ্দিন মিলন, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, মির্জা জাকির, লক্ষণ চন্দ্র সূত্রধর, এএইচএম আহসান উল্ল্যাহ, চাঁদপুর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, দৈনিক চাঁদপুর প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক ইব্রাহীম রনি, সাপ্তাহিক সকালের সম্পাদক ও প্রকাশক মোশাররফ হোসেন লিটন, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, সময় টিভির জেলা প্রতিনিধি ফারুক আহমেদ, আলোকিত বাংলাদেশ পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি শওকত আলী, দৈনিক সুদিপ্ত চাঁদপুরের বার্তা সম্পাদক এম আর ইসলাম বাবু, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ লতিফ, সাবেক সভাপতি এ কে আজাদ, সাধারণ সম্পাদক কে এম মাসুদ, সহ-সভাপতি শাওন পাটওয়ারী, যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম, কোষাধ্যক্ষ আবদুর রহমান গাজী।
বক্তারা বলেন, চাঁদপুরে যারা পুলিশ সুপার হয়েছে তাদের মধ্য থেকে আইজিপি ও ডিআইজি হয়েছেন। কর্মক্ষেত্র সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডিআইজির সবসময় সহযোগিতা পেয়েছি। করোনাকালীন সময়ে জনগণকে সেবা দিতে গিয়ে পুলিশ সুপার করোনা আক্রান্ত হয়েছেন। পুলিশ সুপারের ভবিষ্যত সফলতা ও পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন, চাঁদপুর পুলিশ লাইনস জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. আবদুস সালাম। গীতা পাঠ করেন পুলিশ হাসপাতালের পার্শনাথ সাহা।