লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর নির্বাচন শুক্রবার

  • Update Time : ০১:৩৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
  • / 156
বিপ্লব দাশ,নিজস্ব প্রতিনিধি:
বান্দরবান লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ৫ই ফ্রেরুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
.
তিনজন চেয়ারম্যান পদপ্রার্থী ভোটে অংশ নেওয়ায় বেশ জমে উঠেছে প্রচারণা। নির্বাচনকে কেন্দ্র করে লামা বাজার ও রাজপথসহ অলিগলি এবং সনাতনী সম্প্রদায় বসবাসরত লামা সদর ইউপি মেরাখোলা হিন্দুপাড়া রাস্তা ঘাট ছেয়ে গেছে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান, সাধারণ সম্পাদক, ক্যাশিয়ার এবং সদস্য পদপ্রার্থীদের হরেক রকমের পোস্টারে।
.
ভোটের পোস্টার হওয়াতে সবগুলোই সাদা-কালো রঙের। তাই ব্যস্ততম এই লামা বাজার পৌরশহরের সৌন্দর্য অনেকটা বেড়ে গেছে। গত (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে সরেজমিনে ঘুরে দেখা যায়, পুরোদমে চলছে নির্বাচনী প্রচারণা। যতদূর চোখ যায় ততদূরই পোস্টার ও ব্যানার দেখা যায়। চেয়ার ও প্রজাপতি চেয়ারম্যান প্রার্থী সমর্থিত অন্যন্য পদের প্রার্থীরা নির্বাচনে প্রচারে বাজারের বিদ্যুতের খুঁটি, বাসা-বাড়ির দেওয়ালসহ কোনও এলাকাই বাদ যায়নি পোস্টার ও ব্যানারে। কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই। লামা উদ্ধাসিত সনাতনী সম্প্রদায় বসবাসরত অলিগলিতে চেয়ার ও প্রজাপতি এবং ছাতা মার্কা চেয়ারম্যান প্রার্থী সহ অন্যন্যা পদপ্রার্থীদের পোস্টারে ঢাকা পুরো এলাকা। প্রতিদিনই প্রার্থীরা গণসংযোগ করছেন। নিজ নিজ সীমানা প্রাচীরের ভেতরেই অব্যাহত রেখেছেন নির্বাচনী প্রচার-প্রচারণা।
.
সকাল থেকেই প্রার্থীরা এলাকার ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতিও। লিপলেট নিয়ে প্রার্থী সহ সমর্থকরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। সমর্থক ও ভোটাররা জানান, বিগত দিনেও করোনাকালীন সময়ে সাধারণ সনাতনী সম্প্রদায়ের মানুষের পাশে ছিলেন ধর্মীয় ও সমাজিক কাজে বিভিন্ন ভাবে সহায়তা দিয়েছেন ও সমিতির সদস্যদের ভাগ্য উন্নয়ন সহযোগিতা করবে এবং সমিতির বর্তমান মূলধন থেকে দ্বিগুণ বৃদ্ধি করতে সঠিক পরিচালনা করতে পারবে এমন ব্যাক্তিদের নির্বাচিত করা হবে বলে জানান সাধারণ ভোটারেরা।
.
প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে – প্রশান্ত ভট্টাচার্য্য (চেয়ার), বাসু কান্তি দাশ (প্রজাপতি), সমর কান্তি দাশ (ছাতা)। ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী- বাসু দেব পালিত (আম), বিশ্বজিৎ দাশ (হাতপাখা)। ক্যাশিয়ার পদপ্রার্থী – আশু কর্মকার (তালাচাবি), সবুজ চক্রবর্তী (মোটরসাইকেল)। সদস্য পদপ্রার্থী – স্বরুপ ধর (মই), সুমন সুশীল (বই), প্রবাল দাশ (মাছ)।সভাপতি পদে প্রবীণ প্রার্থী প্রশান্ত ভট্টাচার্য্যরে সাথে সামিল হয়েছেন তরুন প্রার্থী বাসু কান্তি দাশ। এ কারণে কিছুটা বিব্রতকর অবস্থায় পড়েছেন ভোটাররা।
.
প্রার্থী প্রশান্ত ভট্টাচার্য্য বলেন, সমিতিটি অনেক পুরনো। আগেও দুই বার সমিতির সভাপতির দায়িত্ব সফলতার সাথে পালন করেছি। বর্তমানে এ সমিতির মূলধন ১৭-১৮ কোটি টাকা হলেও পূর্বের কমিটির কিছু কিছু দুর্বলতার কারণে সমিতি টি পিঁছিয়ে রয়েছে। তাই অসুস্থ শরীরেও সমিতির কাঙ্খিত উন্নয়ন, সমিতিকে এগিয়ে নিতে ও সমিতি টি রক্ষার্থে নির্বাচনে প্রার্থী হয়েছি। শতভাগ ভোটারও আমার ডাকে সাড়া দিচ্ছেন। নির্বাচিত হলে প্রতিশ্রুতি অনুযায়ী সমিতির কাজ করবো।
.
এ দিকে তরুণ চেয়ারম্যান প্রার্থী বাসু দাশ নির্বাচিত হলে সমিতিতে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবেন বলে জানিয়েছেন। একই ভাবে অন্য পদের প্রার্থীর মধ্যে কেউ কেউ পরিবর্তন চাই, পরিবর্তন সম্ভব, আবার কেউ এক যোগে এক সাথে, সমৃদ্ধির পথে’ করবেন বলেও প্রতিশ্রুতি দিচ্ছেন।
.
এ দিকে নির্বাচনকে কেন্দ্র করে এখন পৌর শহরে এলাকার চায়ের স্টল, হোটেল রেস্তোরা থেকে শুরু করে বাজারের অলিগলিতে এখন চলছে শুধুই নির্বাচনী আলোচনা। জানা যায়- ৫ ফেব্রুয়ারী বিশেষ সাধারণ সভার পর বেলা ১১টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ১২শত ২৪৫ জন সিসি ক্যামেরার আওতায় ভোট প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৮৯ জন ও মহিলা ভোটার ৫৯৬ জন।
.
আসন্ন নির্বাচনে ১টি কেন্দ্রে ৬টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৩ ফ্রেরুয়ারি রাত ১২টা থেকে প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যাবে। সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কান্তি দাশ ও সদস্য আশীষ কুমার দত্ত বলেন, সমিতির ১৩তম নির্বাচনের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। শান্তি শৃঙ্খলা ও নিরপেক্ষতার সাথে একটি কেন্দ্রের ৬টি বুথের মাধ্যমে গোপন ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ১জন প্রজাইডিং ও ৬জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন।
.
প্রসঙ্গংগত- ১৯৯১ সালে ১০ জন সদস্য নিয়ে প্রতিষ্ঠিত হয় লামা কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড। বর্তমানে এ সমিতির সদস্য সংখ্যা শিশুসহ ২ হাজার ৩১০জন। এটি সরকারি রেজিস্ট্রেশন পায় ১৯৯৩ সালে। ১৯৯৫ সালে জাতীয় সমবায় পুরস্কার পায় সংস্থাটি। প্রতিষ্ঠার পর থেকেই তিন বছর পরপর গণতান্ত্রিক উপায়ে সংস্থার পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়ে আসছে। তবে এবারের নির্বাচন সদস্যদের কাছে ভিন্নমাত্রা পেয়েছে। এখন সারা উপজেলায় এ নির্বাচন নিয়ে সমিতির সদস্য ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।
Tag :

Please Share This Post in Your Social Media


লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর নির্বাচন শুক্রবার

Update Time : ০১:৩৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
বিপ্লব দাশ,নিজস্ব প্রতিনিধি:
বান্দরবান লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ৫ই ফ্রেরুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
.
তিনজন চেয়ারম্যান পদপ্রার্থী ভোটে অংশ নেওয়ায় বেশ জমে উঠেছে প্রচারণা। নির্বাচনকে কেন্দ্র করে লামা বাজার ও রাজপথসহ অলিগলি এবং সনাতনী সম্প্রদায় বসবাসরত লামা সদর ইউপি মেরাখোলা হিন্দুপাড়া রাস্তা ঘাট ছেয়ে গেছে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান, সাধারণ সম্পাদক, ক্যাশিয়ার এবং সদস্য পদপ্রার্থীদের হরেক রকমের পোস্টারে।
.
ভোটের পোস্টার হওয়াতে সবগুলোই সাদা-কালো রঙের। তাই ব্যস্ততম এই লামা বাজার পৌরশহরের সৌন্দর্য অনেকটা বেড়ে গেছে। গত (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে সরেজমিনে ঘুরে দেখা যায়, পুরোদমে চলছে নির্বাচনী প্রচারণা। যতদূর চোখ যায় ততদূরই পোস্টার ও ব্যানার দেখা যায়। চেয়ার ও প্রজাপতি চেয়ারম্যান প্রার্থী সমর্থিত অন্যন্য পদের প্রার্থীরা নির্বাচনে প্রচারে বাজারের বিদ্যুতের খুঁটি, বাসা-বাড়ির দেওয়ালসহ কোনও এলাকাই বাদ যায়নি পোস্টার ও ব্যানারে। কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই। লামা উদ্ধাসিত সনাতনী সম্প্রদায় বসবাসরত অলিগলিতে চেয়ার ও প্রজাপতি এবং ছাতা মার্কা চেয়ারম্যান প্রার্থী সহ অন্যন্যা পদপ্রার্থীদের পোস্টারে ঢাকা পুরো এলাকা। প্রতিদিনই প্রার্থীরা গণসংযোগ করছেন। নিজ নিজ সীমানা প্রাচীরের ভেতরেই অব্যাহত রেখেছেন নির্বাচনী প্রচার-প্রচারণা।
.
সকাল থেকেই প্রার্থীরা এলাকার ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতিও। লিপলেট নিয়ে প্রার্থী সহ সমর্থকরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। সমর্থক ও ভোটাররা জানান, বিগত দিনেও করোনাকালীন সময়ে সাধারণ সনাতনী সম্প্রদায়ের মানুষের পাশে ছিলেন ধর্মীয় ও সমাজিক কাজে বিভিন্ন ভাবে সহায়তা দিয়েছেন ও সমিতির সদস্যদের ভাগ্য উন্নয়ন সহযোগিতা করবে এবং সমিতির বর্তমান মূলধন থেকে দ্বিগুণ বৃদ্ধি করতে সঠিক পরিচালনা করতে পারবে এমন ব্যাক্তিদের নির্বাচিত করা হবে বলে জানান সাধারণ ভোটারেরা।
.
প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে – প্রশান্ত ভট্টাচার্য্য (চেয়ার), বাসু কান্তি দাশ (প্রজাপতি), সমর কান্তি দাশ (ছাতা)। ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী- বাসু দেব পালিত (আম), বিশ্বজিৎ দাশ (হাতপাখা)। ক্যাশিয়ার পদপ্রার্থী – আশু কর্মকার (তালাচাবি), সবুজ চক্রবর্তী (মোটরসাইকেল)। সদস্য পদপ্রার্থী – স্বরুপ ধর (মই), সুমন সুশীল (বই), প্রবাল দাশ (মাছ)।সভাপতি পদে প্রবীণ প্রার্থী প্রশান্ত ভট্টাচার্য্যরে সাথে সামিল হয়েছেন তরুন প্রার্থী বাসু কান্তি দাশ। এ কারণে কিছুটা বিব্রতকর অবস্থায় পড়েছেন ভোটাররা।
.
প্রার্থী প্রশান্ত ভট্টাচার্য্য বলেন, সমিতিটি অনেক পুরনো। আগেও দুই বার সমিতির সভাপতির দায়িত্ব সফলতার সাথে পালন করেছি। বর্তমানে এ সমিতির মূলধন ১৭-১৮ কোটি টাকা হলেও পূর্বের কমিটির কিছু কিছু দুর্বলতার কারণে সমিতি টি পিঁছিয়ে রয়েছে। তাই অসুস্থ শরীরেও সমিতির কাঙ্খিত উন্নয়ন, সমিতিকে এগিয়ে নিতে ও সমিতি টি রক্ষার্থে নির্বাচনে প্রার্থী হয়েছি। শতভাগ ভোটারও আমার ডাকে সাড়া দিচ্ছেন। নির্বাচিত হলে প্রতিশ্রুতি অনুযায়ী সমিতির কাজ করবো।
.
এ দিকে তরুণ চেয়ারম্যান প্রার্থী বাসু দাশ নির্বাচিত হলে সমিতিতে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবেন বলে জানিয়েছেন। একই ভাবে অন্য পদের প্রার্থীর মধ্যে কেউ কেউ পরিবর্তন চাই, পরিবর্তন সম্ভব, আবার কেউ এক যোগে এক সাথে, সমৃদ্ধির পথে’ করবেন বলেও প্রতিশ্রুতি দিচ্ছেন।
.
এ দিকে নির্বাচনকে কেন্দ্র করে এখন পৌর শহরে এলাকার চায়ের স্টল, হোটেল রেস্তোরা থেকে শুরু করে বাজারের অলিগলিতে এখন চলছে শুধুই নির্বাচনী আলোচনা। জানা যায়- ৫ ফেব্রুয়ারী বিশেষ সাধারণ সভার পর বেলা ১১টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ১২শত ২৪৫ জন সিসি ক্যামেরার আওতায় ভোট প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৮৯ জন ও মহিলা ভোটার ৫৯৬ জন।
.
আসন্ন নির্বাচনে ১টি কেন্দ্রে ৬টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৩ ফ্রেরুয়ারি রাত ১২টা থেকে প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যাবে। সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কান্তি দাশ ও সদস্য আশীষ কুমার দত্ত বলেন, সমিতির ১৩তম নির্বাচনের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। শান্তি শৃঙ্খলা ও নিরপেক্ষতার সাথে একটি কেন্দ্রের ৬টি বুথের মাধ্যমে গোপন ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ১জন প্রজাইডিং ও ৬জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন।
.
প্রসঙ্গংগত- ১৯৯১ সালে ১০ জন সদস্য নিয়ে প্রতিষ্ঠিত হয় লামা কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড। বর্তমানে এ সমিতির সদস্য সংখ্যা শিশুসহ ২ হাজার ৩১০জন। এটি সরকারি রেজিস্ট্রেশন পায় ১৯৯৩ সালে। ১৯৯৫ সালে জাতীয় সমবায় পুরস্কার পায় সংস্থাটি। প্রতিষ্ঠার পর থেকেই তিন বছর পরপর গণতান্ত্রিক উপায়ে সংস্থার পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়ে আসছে। তবে এবারের নির্বাচন সদস্যদের কাছে ভিন্নমাত্রা পেয়েছে। এখন সারা উপজেলায় এ নির্বাচন নিয়ে সমিতির সদস্য ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।