হরিপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত

  • Update Time : ০১:১৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
  • / 156
জেলা প্রতিনিধি: (ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় গত ৩ ফেব্রুয়ারি বুধবার ৬৫ বছর বয়স্ক নারী পীরগঞ্জ থেকে হরিপুর গামী মিনিবাস থেকে পতনডোবা নামক এলাকায় ছিটকে পড়ে।
.
প্রতক্ষদর্শীরা জানান, হরিপুর পতনডোবা রাস্তায় হঠাৎ এক পাল ছাগল চলে আসলে চালক জোরে ব্রেকে চাপ দিলে মহিলা ঝুাঁকি সামলাতে না পেরে মিনিবাসের গেট দিয়ে রাস্তায় পরে যায়।
.
এতে তাঁর নাক দিয়ে রক্ত ক্ষরণ হয়। সাথে সাথে বাসের চালক ও যাত্রীরা গুরুতর আহত অবস্থায় হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত্যু বলে ঘোষণা করেন।
.
হরিপুর থানার ওসি আওরঙ্গজেব জানান, অজ্ঞাত মহিলা পীরগঞ্জ থেকে হরিপুরগামী বাসে কামারপুকুর নামক স্থানে উঠেন এবং পতনডোবা নামকস্থানে বাস থেকে পড়ে তাঁর মৃত হয়। তিনি আরো বলেন মহিলাটির প্রকৃত পরিচয় জানতে পারলে লাশ তাঁর পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
Tag :

Please Share This Post in Your Social Media


হরিপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত

Update Time : ০১:১৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
জেলা প্রতিনিধি: (ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় গত ৩ ফেব্রুয়ারি বুধবার ৬৫ বছর বয়স্ক নারী পীরগঞ্জ থেকে হরিপুর গামী মিনিবাস থেকে পতনডোবা নামক এলাকায় ছিটকে পড়ে।
.
প্রতক্ষদর্শীরা জানান, হরিপুর পতনডোবা রাস্তায় হঠাৎ এক পাল ছাগল চলে আসলে চালক জোরে ব্রেকে চাপ দিলে মহিলা ঝুাঁকি সামলাতে না পেরে মিনিবাসের গেট দিয়ে রাস্তায় পরে যায়।
.
এতে তাঁর নাক দিয়ে রক্ত ক্ষরণ হয়। সাথে সাথে বাসের চালক ও যাত্রীরা গুরুতর আহত অবস্থায় হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত্যু বলে ঘোষণা করেন।
.
হরিপুর থানার ওসি আওরঙ্গজেব জানান, অজ্ঞাত মহিলা পীরগঞ্জ থেকে হরিপুরগামী বাসে কামারপুকুর নামক স্থানে উঠেন এবং পতনডোবা নামকস্থানে বাস থেকে পড়ে তাঁর মৃত হয়। তিনি আরো বলেন মহিলাটির প্রকৃত পরিচয় জানতে পারলে লাশ তাঁর পরিবারের নিকট হস্তান্তর করা হবে।