বাঁশখালীতে হাতির আক্রমণে নিহত এক, আহত তিন

  • Update Time : ০৫:৩২:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
  • / 119
চন্দন দেব নাথ, বাঁশখালী:
বাঁশখালী উপজেলার পূর্ব বৈলগাঁও নতুনপাড়ায় বৈলগাঁও চা-বাগান সংলগ্ন সাংবাদিক পাহাড় নামক স্থানে আজ  বুধবার(৩ফেব্রুয়ারি) সকাল ১১টা আনোয়ারা বেগম (৫৪) নামে এক বৃদ্ধা মহিলা হাতির আক্রমণে মৃত্যু হয়।
.
নিহত বৃদ্বাকে উদ্ধার করতে গেলে এলাকার স্থানীয় লোকজনের প্রতি হাতি ক্ষিপ্ত হয়ে পুনরায় হামলা করে। জানা যায় নিহত বৃদ্ধা সকাল ১০ টায় গভীর পাহাড়ে লাকড়ি সন্ধানে গেলে হাতি তাকে আক্রমণ করেছে।
.
উক্ত ঘটনা নিয়ে পুরো পাহাড়ি এলাকা জুড়ে চলছে আতঙ্ক। বৃদ্ধাকে উদ্ধার করতে গিয়ে গুরুতর আহত হওয়া এলাকাবাসীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন, আহত ব্যক্তিরা হল বৈলগাও বানীগ্রাম এলাকার (১)লোকমান (২)আবু সালেক (৩)আবুল কাসেম।
.
বাঁশখালী রামদাশ মুন্সির হাট পুলিশ ফার্ড়ির তদন্ত কেন্দ্রের পুলিশ পরির্দশক মোস্তাফা কামাল বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করে দেখলাম একজন দিন-মজুর মহিলা পাহাড়ে লাকড়ির জন্য গেলে হাতি তাকে আক্রমণ করে পরে মহিলাটি মারা যায়।
.
এই বিষয়ে একটা অপমৃত্যু দাখিল করে লাশ বিনা ময়নাতদন্তে দাফন করা হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাধনপুর বিট অফিসার মোহাম্মদ জলিলুর রহমান বলেন, উক্ত ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দেখলাম একজন মহিলা হাতির আক্রমণে নিহত হয়।
.
পরে এলাকার স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাডিতে নিয়ে আসে। প্রতিনিয়ত এই হাতির আক্রমণ থেকে পরিত্রানের জন্য একটি কমিটি করা হল আশা করছি এই রকম ঘটনা আর হবে না।
.
পাহাড়ে হাতির খাবার কমে যাচ্ছে বলে হাতি গুলো মানুষের সাথে এই আচরণ করছে বলে জানা যায়।
Tag :

Please Share This Post in Your Social Media


বাঁশখালীতে হাতির আক্রমণে নিহত এক, আহত তিন

Update Time : ০৫:৩২:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
চন্দন দেব নাথ, বাঁশখালী:
বাঁশখালী উপজেলার পূর্ব বৈলগাঁও নতুনপাড়ায় বৈলগাঁও চা-বাগান সংলগ্ন সাংবাদিক পাহাড় নামক স্থানে আজ  বুধবার(৩ফেব্রুয়ারি) সকাল ১১টা আনোয়ারা বেগম (৫৪) নামে এক বৃদ্ধা মহিলা হাতির আক্রমণে মৃত্যু হয়।
.
নিহত বৃদ্বাকে উদ্ধার করতে গেলে এলাকার স্থানীয় লোকজনের প্রতি হাতি ক্ষিপ্ত হয়ে পুনরায় হামলা করে। জানা যায় নিহত বৃদ্ধা সকাল ১০ টায় গভীর পাহাড়ে লাকড়ি সন্ধানে গেলে হাতি তাকে আক্রমণ করেছে।
.
উক্ত ঘটনা নিয়ে পুরো পাহাড়ি এলাকা জুড়ে চলছে আতঙ্ক। বৃদ্ধাকে উদ্ধার করতে গিয়ে গুরুতর আহত হওয়া এলাকাবাসীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন, আহত ব্যক্তিরা হল বৈলগাও বানীগ্রাম এলাকার (১)লোকমান (২)আবু সালেক (৩)আবুল কাসেম।
.
বাঁশখালী রামদাশ মুন্সির হাট পুলিশ ফার্ড়ির তদন্ত কেন্দ্রের পুলিশ পরির্দশক মোস্তাফা কামাল বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করে দেখলাম একজন দিন-মজুর মহিলা পাহাড়ে লাকড়ির জন্য গেলে হাতি তাকে আক্রমণ করে পরে মহিলাটি মারা যায়।
.
এই বিষয়ে একটা অপমৃত্যু দাখিল করে লাশ বিনা ময়নাতদন্তে দাফন করা হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাধনপুর বিট অফিসার মোহাম্মদ জলিলুর রহমান বলেন, উক্ত ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দেখলাম একজন মহিলা হাতির আক্রমণে নিহত হয়।
.
পরে এলাকার স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাডিতে নিয়ে আসে। প্রতিনিয়ত এই হাতির আক্রমণ থেকে পরিত্রানের জন্য একটি কমিটি করা হল আশা করছি এই রকম ঘটনা আর হবে না।
.
পাহাড়ে হাতির খাবার কমে যাচ্ছে বলে হাতি গুলো মানুষের সাথে এই আচরণ করছে বলে জানা যায়।