৬০১ জন নজরুলীয়ান পেলো সফট লোন
- Update Time : ১২:১৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / 211
মো: শুভ ইসলাম:
অনলাইন ক্লাসের কার্যক্রম সচল রাখার জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ৬০১ জন আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রদত্ত শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের সহযোগিতার অংশ হিসেবে স্মার্টফোন ক্রয়ের জন্য সুদবিহীন লোন বিতরণ কার্যক্রম সফলভাবে জাককানইবি তে সম্পূর্ণ করা হয়েছে।
.
গতবছর ৪ নভেম্বর (২০২০ ইং) ইউজিসির এক সভায় শিক্ষার্থীদের সুদবিহীন ঋণ দিয়ে স্মার্টফোন ক্রয়ের জন্য সফট লোনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।
.
সফট লোন অনুমোদন সংশ্লিষ্ট বিশ্বিবদ্যালয় কমিটির সুপারিশের আলোকে শিক্ষার্থীদের অনাধিক আট হাজার (৮০০০) টাকা বরাদ্দ দেওয়ার বলা হয়। বর্তমানে দেশের সরকারি ডাক বিভাগের ডিজিটাল লেনদেন “নগর” সার্ভিসের মাধ্যমে ৬০১ জন নজরুলীয়ানদের মাঝে ‘নগদ একাউন্টের’ মাধ্যমে ৪৮,০৮,০০০/- ( আটচল্লিশ হাজার) টাকা সফট লোন বিতরণ সম্পূর্ণ করা হয়েছে।
.
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস খোলার পর কিংবা অধ্যায়নকালীন মূল সনদ উত্তোলনের পূর্ব পর্যন্ত চারটি সমান কিস্তিতে বা এককালীন তারা এই ঋণের টাকা পরিশোধ করতে পারবে।
.
উল্লেখ্য যে, সফট লোনের জন্য প্রাথমিকভাবে জাককানইবি এর ৮৮৮ জন শিক্ষার্থী আবেদন করেছিলো। তবে তাদের মধ্যে চুড়ান্ত ভাবে সর্বশেষ ৬০১ জন শিক্ষার্থী আবেদন ফরম পূরণ করেছিলেন। এবং সফট লোনের টাকা দিয়ে ক্রয়কৃত স্মার্টফোনের ক্রয় রশিদ আগামী ৮ ফেব্রুয়ারীর ২০২১ এর মধ্যে স্ব স্ব বিভাগের, বিভাগীয় প্রধানের নিকট জমা দিতে শিক্ষার্থীদের বলা হয়েছে।
Tag :