প্রচন্ড শীতে নৈশ প্রহরীদের গায়ে উষ্ণতার পরশ জড়য়ে দিলেন ওসি রাকিবুল

  • Update Time : ১২:২৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
  • / 169
আব্দুর রাজ্জাক রাজু, (রাজশাহী) তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান গভীর রাতে প্রচন্ড শীত উপেক্ষা করে উপজেলার বিভিন্ন হাট,বাজারসহ মোড়ে মোড়ে ঘুরে ঘুরে যানমাল রক্ষায় নিয়োজিত নাইট গার্ড (নৈশ প্রহরী)দের উষ্ণতার পরশ জড়িয়ে দিলেন।
.
রোববার (৩১শে জানুয়ারি) প্রচন্ড শীত উপেক্ষা করে মধ্যো রাতে তিনি তানোর উপজেলার বিভিন্ন হাট-বাজারের এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত হেঁটে হেঁটে দোকান-পাট পাহারা দেয়া এই নৈশ প্রহরীদের প্রচন্ড শীতে কষ্ট দেখে তিনি নিজেই তাদের পাশে দাঁড়িয়ে তাদের গায়ে উষ্ণতার পরশ জড়িয়ে দেন।
.
এ সময় ওসি রাকিবুল হাসানের সাথে ছিলেন, থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মোয়াজ্জেম হোসেনসহ অফিসার ও কন্সটেবলবৃন্দ। নাম প্রকাশে অনিচ্ছুক তানোর গোল্লাপাড়া বাজারের এক নৈশ প্রহরী বলেন, কয়েকদিন থেকে শীত বেড়ে যাওয়ায় বাজার পাহারা দিতে অনেক কষ্ট হচ্ছিলো। প্রচন্ড শীতে (কম্বল) উষ্ণতায় পরশ হয়ে কষ্ট লাঘব করছে। ওসি স্যারেরর এ মহানুভাবতায় আমি সহ সকল নৈশ প্রহরীদের মনে সাহস ও উৎসাহ এবং নিজ নিজ দ্বায়িত্বে নিষ্ঠতায় বলিয়ান ভুমিকার সৃষ্টি করেছেন।
.
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, রাজশাহী জেলার পুলিশ সুপার, এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর দিক নির্দেশনায় থানার পুলিশ পরিদর্শক ওসি(তদন্ত) মোঃ মোয়াজ্জেম হোসেনকে নিয়ে এত কনকনে তীব্র শীতের রাতে যারা নিজের ঘুম বিসর্জন দিয়ে হাট-বাজার ও মোড়ে মোড়ে  সাধারণ মানুষের যানমাল পাহারা দেন তাদের এই শীতের কষ্ট লাঘব করার জন্যই আমার এই চেষ্টা।
Tag :

Please Share This Post in Your Social Media


প্রচন্ড শীতে নৈশ প্রহরীদের গায়ে উষ্ণতার পরশ জড়য়ে দিলেন ওসি রাকিবুল

Update Time : ১২:২৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
আব্দুর রাজ্জাক রাজু, (রাজশাহী) তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান গভীর রাতে প্রচন্ড শীত উপেক্ষা করে উপজেলার বিভিন্ন হাট,বাজারসহ মোড়ে মোড়ে ঘুরে ঘুরে যানমাল রক্ষায় নিয়োজিত নাইট গার্ড (নৈশ প্রহরী)দের উষ্ণতার পরশ জড়িয়ে দিলেন।
.
রোববার (৩১শে জানুয়ারি) প্রচন্ড শীত উপেক্ষা করে মধ্যো রাতে তিনি তানোর উপজেলার বিভিন্ন হাট-বাজারের এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত হেঁটে হেঁটে দোকান-পাট পাহারা দেয়া এই নৈশ প্রহরীদের প্রচন্ড শীতে কষ্ট দেখে তিনি নিজেই তাদের পাশে দাঁড়িয়ে তাদের গায়ে উষ্ণতার পরশ জড়িয়ে দেন।
.
এ সময় ওসি রাকিবুল হাসানের সাথে ছিলেন, থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মোয়াজ্জেম হোসেনসহ অফিসার ও কন্সটেবলবৃন্দ। নাম প্রকাশে অনিচ্ছুক তানোর গোল্লাপাড়া বাজারের এক নৈশ প্রহরী বলেন, কয়েকদিন থেকে শীত বেড়ে যাওয়ায় বাজার পাহারা দিতে অনেক কষ্ট হচ্ছিলো। প্রচন্ড শীতে (কম্বল) উষ্ণতায় পরশ হয়ে কষ্ট লাঘব করছে। ওসি স্যারেরর এ মহানুভাবতায় আমি সহ সকল নৈশ প্রহরীদের মনে সাহস ও উৎসাহ এবং নিজ নিজ দ্বায়িত্বে নিষ্ঠতায় বলিয়ান ভুমিকার সৃষ্টি করেছেন।
.
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, রাজশাহী জেলার পুলিশ সুপার, এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর দিক নির্দেশনায় থানার পুলিশ পরিদর্শক ওসি(তদন্ত) মোঃ মোয়াজ্জেম হোসেনকে নিয়ে এত কনকনে তীব্র শীতের রাতে যারা নিজের ঘুম বিসর্জন দিয়ে হাট-বাজার ও মোড়ে মোড়ে  সাধারণ মানুষের যানমাল পাহারা দেন তাদের এই শীতের কষ্ট লাঘব করার জন্যই আমার এই চেষ্টা।