ঢাবিতে ইশা ছাত্র আন্দোলন’র নেতৃবৃন্দের ওপর ছাত্রলীগের হামলা: প্রতিবাদে বিক্ষোভ
- Update Time : ১১:৪০:২৫ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / 181
নিজস্ব প্রতিবেদক:
আজ ১লা ফেব্রুয়ারি বিশ্ব হিজাব দিবস উদযাপন উপলক্ষে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালনের অংশ হিসেবে রাজু ভাস্কর্য, টিএসসি ও কেন্দ্রীয় গ্রন্থাগারের পাদদেশসহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাত দফা দাবী সম্বলিত ফেস্টুন প্রদর্শন করা হয়।
.
এরপর থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা বিনা উস্কানিতে চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে থাকে এবং জহুরুল হক হলের পরিচয়ে এক ছাত্রলীগ নেতা এসে রাজু ভাস্কর্যের ফেস্টুন ভাংচুর করে বলে অভিযোগ করেছে ইশার নেতৃবৃন্দ।
.
ঐ সময়ে ক্যাম্পাসে অবস্থানরত ইশার নেতৃবৃন্দ প্রতিবাদ করলে ছাত্রলীগের একদল নেতা-কর্মী অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং ঢাবি শাখার সভাপতিসহ নেতৃবৃন্দের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছে সংগঠনটির নেতৃবৃন্দ। এতে ইশার ঢাবি শাখার সভাপতি মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক খায়রুল আহসান মারজান ও সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আবু বকর গুরুতর আহত হন।
.
.
এই হামলার প্রতিবাদে আজ ১লা ফেব্রুয়ারি’২১ সোমবার রাত ৯টায় ইশা ছাত্র আন্দোলন, ঢাবি শাখা এক প্রতিবাদী মিছিল বের করে।
.
মিছিলটি রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়ে শাহবাগ চত্ত্বরে এসে সমাপ্ত হয়।
.
মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাবি শিক্ষার্থী সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেন, মুক্ত চিন্তার উন্মুক্ত প্রাঙ্গণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকের হিজাব দিবসের কর্মসূচিটি কোন রাজনৈতিক কর্মসূচি ছিল না; বরং হিজাব পরিধানে নারীদের অধিকার আদায়ে, ফ্রিডম অফ কস্টিউম বাস্তবায়নে একটি অহিংস সাংস্কৃতিক কর্মসূচি। হিজাব দিবস পালন নিয়ে ছাত্রলীগের নেতিবাচক প্রতিক্রিয়া ইসলাম ও বাঙালী চিন্তার পরিপন্থী। এমন অহিংস কর্মসূচিতে বিনা উস্কানিতে ছাত্রলীগের নগ্ন হামলা এদেশের মানুষের ঈমানী চেতনায় তীব্র আঘাত করেছে। আমরা এমন সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বলেন, অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।
.
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর, দাওয়া সম্পাদক এইচএম সাখাওয়াত উল্লাহসহ ঢাবি শাখা নেতৃবৃন্দ।
Tag :