রাজশাহীতে দুই বেলা চার্জার রিকশা চালানোর দাবিতে বিক্ষোভ
- Update Time : ০৪:১১:৩২ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / 173
ইউসুফ আলী চৌধুরী,রাজশাহী প্রতিনিধি:
দুই বেলা চার্জার রিকশা চালানোর দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছে রিকশা-ভ্যান শ্রমিক ও মালিকরা। সোমবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে রাজশাহী নগর ভবনের সামনে এ কর্মসূচি পালন করে রিক্সা চালক ও মালিকরা।
.
রিক্সা চালকদের দাবি, তারা দুই বেলাই রিকশা চালাবেন। তা না হলে জমার ও নিজের খরচ উঠাতে পারছেন না তারা। এতে করে জীবন জীবীকা নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে তাদের।
.
এজন্যই তারা এই কর্মসূচি পালন করছেন। তাদের দাবি মানা না হলে তারাও রিকশা বন্ধ করে দেবেন এমন হুমকিও দেন তারা। এদিকে তাদের বিক্ষোভের কারণে সিটি করপোরেশন ও রেলগেট সড়কটি দীর্ঘক্ষণ বন্ধ হয়ে থাকায় ভোগান্তি বেড়েছিলো।
.
এ সময় ঘটনাস্থালে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। বিক্ষোভটি দুপুর একটা পর্যন্ত চলে। পরে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটন তাদের উদ্দেশ্যে কথা বলেন।
.
শ্রমিক ও মালিকদের দাবি গুলো শুনে সকলকে শান্ত করে। শ্রমিকদের কোন সমস্যা হয় এমন কোন সিদ্ধান্ত নেওয়া হবে না ও শ্রমিকদের উন্নয়নে নানামুখী পদক্ষেপ নেওয়ার বিষয়ে মেয়র নিশ্চিত করেন। পরে মেয়রের প্রতিশ্রতিতে বিক্ষোভ বন্ধ করে শ্রমিকরা।
.
নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, বিক্ষোভের শুরু থেকেই আইন শৃঙ্খলা বাহীনির সদস্যরা ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এছাড়াও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করে।
Tag :