চাঁদপুর জেলায় সামজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় প্রায় দুই লাখ জন গোষ্ঠী ভাতা পাচ্ছেন
- Update Time : ১১:৪১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
- / 166
জাহাঙ্গীর আলম রাজু ॥
জেলায় সমাজসেবা অধিদফতরাধীন বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ মহিলা, অস্বচ্ছল প্রতিবন্ধী, হিজড়া জন গোষ্ঠীর বিশেষ ও বয়স্ক, বেদে জন গোষ্ঠীর বিশেষ ও বয়স্ক, অনগ্রসর জন গোষ্ঠীর বিশেষ ও বয়স্ক ভিত্তিক সামজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় প্রায় ১ লাখ ৯০ হাজার ৫শ’ ৬৫ জন ভাতা পাচ্ছে। এরমেধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১৮ হাজার ৯শ’ ৬৩ জন, চাঁদপুর পৌরসভায় ৫ হাজার ৭শ’ ৭৯ জন, কচুয়া উপজেলায় ৩২ হাজার ৮শ’ ৬০ জন, শাহরাস্তি উপজেলায় ২১ হাজার ২শ’ ১৫ জন, হাজীগঞ্জ উপজেলায় ২৮ হাজার ৬শ’ ২৫ জন, মতলব দক্ষিণ উপজেলায় ১৭ হাজার ৯শ’ ৫০ জন, মতলব উত্তর উপজেলায় ২৮ হাজার ৭শ’ ৩৭ জন, ফরিদগঞ্জ উপজেলায় ২৫ হাজার জন, হাইমচর উপজেলায় ১১ হাজার ৪শ’ ৩৬ জন ভাতা গ্রহণ করছেন।
এছাড়াও জেলায় মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা গ্রহণ করছেন প্রায় ৩ হাজার ৭শ’ ৮৭ জন এবং ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিজ, স্ট্রোক প্যারালাইজ, জন্মগত হৃদরোগ ও থ্যালাসিমিয়া রোগীদের চিকিৎসা বাবদও এক কালীন প্রায় ৫০ হাজার টাকা ভাতা প্রদান করা হয়।
জেলা সমাজসেবা অধিদফতর সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ১৪ টি ইউনিয়নে ১৮ হাজার ৯শ’ ৬৩ জনের মধ্যে বয়স্ক ভাতা ১১ হাজার ৭শ’ ২৪ জন, বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ মহিলা ৩ হাজার ১শ’ ৭৩ জন, অস্বচ্ছল প্রতিবন্ধী ৩ হাজার ৯শ’ ৪৪ জন, বেদে জন গোষ্ঠীর বিশেষ ও বয়স্ক ৬ জন, অনগ্রসর জন গোষ্ঠীর বিশেষ ও বয়স্ক ১শ’ ১৬ জন ভাতা ভোগ করছেন।
চাঁদপুর পৌরসভায় ৫ হাজার ৭শ’ ৭৯ জনের মধ্যে বয়স্ক ভাতা ৩ হাজার ১শ’ ১৫ জন, বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ মহিলা ৮শ’ ২৯ জন, অস্বচ্ছল প্রতিবন্ধী ১ হাজার ৩শ’ ৮৫ জন, হিজড়া জন গোষ্ঠীর বিশেষ ও বয়স্ক ১১ জন, বেদে জন গোষ্ঠীর বিশেষ ও বয়স্ক ৩শ’ ৭৩ জন, অনগ্রসর জন গোষ্ঠীর বিশেষ ও বয়স্ক ৬৬ জন ভাতা ভোগ করছেন।
কচুয়া উপজেলায় ৩২ হাজার ৮শ’ ৬০ জনের মধ্যে বয়স্ক ভাতা ১৮ হাজার ১শ’ ৮৩ জন, বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ মহিলা ৮ হাজার ৩শ’ ৮০ জন, অস্বচ্ছল প্রতিবন্ধী ৬ হাজার ২শ’ ৪২ জন, বেদে জন গোষ্ঠীর বিশেষ ও বয়স্ক ১২ জন, অনগ্রসর জন গোষ্ঠীর বিশেষ ও বয়স্ক ৪৩ জন ভাতা ভোগ করছেন।
শাহরাস্তি উপজেলায় ২১ হাজার ২শ’ ১৫ জনের মধ্যে বয়স্ক ভাতা ১১ হাজার ৪শ’ ৪৯ জন, বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ মহিলা ৫ হাজার ৭শ’ ৩৮ জন, অস্বচ্ছল প্রতিবন্ধী ৩ হাজার ৯শ’ ৮৭ জন, হিজড়া জন গোষ্ঠীর বিশেষ ও বয়স্ক ১ জন, বেদে জন গোষ্ঠীর বিশেষ ও বয়স্ক ১ জন, অনগ্রসর জন গোষ্ঠীর বিশেষ ও বয়স্ক ৩৯ জন ভাতা ভোগ করছেন।
হাজীগঞ্জ উপজেলায় ২৮ হাজার ৬শ’ ২৫ জনের মধ্যে বয়স্ক ভাতা ১৫ হাজার ৯শ’ ৮৮ জন, বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ মহিলা ৮ হাজার ৯৬ জন, অস্বচ্ছল প্রতিবন্ধী ৪ হাজার ২শ’ ৭২ জন, বেদে জন গোষ্ঠীর বিশেষ ও বয়স্ক ১শ’ ৯৫ জন, অনগ্রসর জন গোষ্ঠীর বিশেষ ও বয়স্ক ৭৪ জন ভাতা ভোগ করছেন।
মতলব দক্ষিণ উপজেলায় ১৭ হাজার ৯শ’ ৫০ জনের মধ্যে বয়স্ক ভাতা ১০ হাজার ৫শ’ জন, বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ মহিলা ৫ হাজার ১শ’ ৬৫ জন, অস্বচ্ছল প্রতিবন্ধী ২ হাজার ১শ’ ১৮ জন, বেদে জন গোষ্ঠীর বিশেষ ও বয়স্ক ১শ’ ২০ জন, অনগ্রসর জন গোষ্ঠীর বিশেষ ও বয়স্ক ৪৭ জন ভাতা ভোগ করছেন।
মতলব উত্তর উপজেলায় ২৮ হাজার ৭শ’ ৩৭ জনের মধ্যে বয়স্ক ভাতা ১৭ হাজার ২১শ’ ৫৪ জন, বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ মহিলা ৭ হাজার ৩শ’ ৫৬ জন, অস্বচ্ছল প্রতিবন্ধী ৩ হাজার ৮শ’ ৬ জন, বেদে জন গোষ্ঠীর বিশেষ ও বয়স্ক ২২ জন, অনগ্রসর জন গোষ্ঠীর বিশেষ ও বয়স্ক ১শ’ ৯৯ জন ভাতা ভোগ করছেন।
ফরিদগঞ্জ উপজেলায় ২৫ হাজার জনের মধ্যে বয়স্ক ভাতা ১৫ হাজার ৩শ’ ৯৩ জন, বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ মহিলা ৪ হাজার ৩শ’ ৮০ জন, অস্বচ্ছল প্রতিবন্ধী ৫ হাজার ১শ’ ৩ জন, হিজড়া জন গোষ্ঠীর বিশেষ ও বয়স্ক ১২ জন, বেদে জন গোষ্ঠীর বিশেষ ও বয়স্ক ৪৭ জন, অনগ্রসর জন গোষ্ঠীর বিশেষ ও বয়স্ক ৬৫ জন ভাতা ভোগ করছেন।
হাইমচর উপজেলায় ১১ হাজার ৪শ’ ৩৬ জনের মধ্যে বয়স্ক ভাতা ৬ হাজার ৬শ’ ৯০ জন, বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ মহিলা ৩ হাজার ১শ’ ৬০ জন, অস্বচ্ছল প্রতিবন্ধী ১ হাজার ৩শ’ ৭২ জন, অনগ্রসর জন গোষ্ঠীর বিশেষ ও বয়স্ক ২শ’ ১৪ জন ভাতা ভোগ করছেন।
জেলা সমাজসেবা অফিস সূত্রে আরো জানা যায়, চিকিৎসা ভাতাভোগীদের কোন নির্ধিষ্ট সংখ্যা নেই। অনেকেই আবেদন করে। তখন প্রতিটি উপজেলা থেকে আবেদন ফরমগুলো জেলা সমবায় অফিসে পাঠানো হয়। সেখানে প্রাথমিক যাচাই বাচাই করার পর জেলা সিভিল সার্জেন কার্যালয়ে পাঠানো হয়। সিভিল সার্জেন ও জেলা চিকিৎসা ভাতা কমিটির পরমর্শে ডাক্তারি রিপোর্ট অনুযায়ী যাচাই বাচাই করে ভাতাভোগীদের চুড়ান্ত নির্ধারন করা হয়। এরপর সরকারি বরাদ্ধ অনুযায়ী এ টাকা ভাতাভোগীদের মাঝে জেলা প্রশাসকের মাধ্যমে বিতরণ করা হয়। ২০১৯-২০২০ অর্থ বছরে চাঁদপুর জেলায় ৪শ’ ১৬ জনকে চিকিৎসা ভাতা দেওয়া হয়েছে।
চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জামাল উদ্দিন জানান, বর্তমান সরকার ভাতাভোগীদের জন্য অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে। প্রতিটি ইউনিয়ন পরিষদে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে ভাতা প্রদান করা হচ্ছে। এখন আর একজনের ভাতা অন্য কেউ তুলে নিতে পারবেনা। ভাতা গ্রহীতার আঙ্গুলের ছাপ ছাড়া টাকা উত্তোলন করা সম্ভব নয়। এছাড়াও আগের তুলনায় ভাতার টাকা বাড়িয়ে দেওয়ায় ভাতাভোগীদের অনেক উপকার হয়েছে।
তিনি আরো জানান, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ মহিলা, অস্বচ্ছল প্রতিবন্ধী, হিজড়া জন গোষ্ঠীর বিশেষ ও বয়স্ক, বেদে জন গোষ্ঠীর বিশেষ ও বয়স্ক, অনগ্রসর জন গোষ্ঠীর বিশেষ ও বয়স্ক ভাতা ছাড়াও ৬টি ধরনের রোগীকেও চিকিৎসা ভাতা প্রদান করা হয়। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিজ, স্ট্রোক প্যারালাইজ, জন্মগত হৃদরোগ ও থ্যালাসিমিয়া রোগীদেরকে এ চিকিৎসা ভাতা বাবদ এককালীন প্রায় ৫০ হাজার টাকা দেওয়া হয়। গত বছর চাঁদপুর সদর উপজেলায় ৫৪ জনকে চিকিৎসা ভাতা প্রদান করা হয়েছে।