আমরা কক্সবাজারবাসী সংগঠনের সমন্বয়ক কমিটির সভা

  • Update Time : ১২:৫৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
  • / 208
কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের অন্যতম সামাজিক ও আন্দোনলকারী সংগঠন আমরা কক্সবাজারবাসী”র” সমন্বয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সন্ধ্যা ৭ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাতা সমন্বয়ক কলিম উল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
.
সভায় উপস্থিত ছিলেন,সমন্বয়ক এইচএম নজরুল ইসলাম, অনিল দত্ত, এম জসিম উদ্দিন, ইব্রাহিম খলিল মামুন,মংথেলা রাখাইন, ইসমাইল সাজ্জাদ, দুলন ধর,কফিল উদ্দিন।
.
এ সময় অন্যানদের উপস্থিত ছিলেন,সাংবাদিক নেজাম উদ্দিন, এনামুল কবির প্রমুখ।
.
সভা বক্তারা বলেন কক্সবাজার স্বার্থে “আমরা কক্সবাজারবাসী” সংগঠনের আন্দোলন অব্যাহত থাকবে। এই সংগঠনের জন্ম হয়েছে কক্সবাজারের মানুষের অধিকার রক্ষ ও কক্সবাজারের সম্পদ রক্ষার দাবিতে এটি কোন একক ব্যাক্তি বা সংগঠনের নয়। কক্সবাজারের স্বার্থে আন্দোলনরত সর্বস্থরের দল ও ব্যাক্তি নির্বিশেষে সকল সংগঠনের সমন্বয় করবে আমরা কক্সবাজারবাসী সংগঠন। এটি কখনো ১০১জনের বা সভাপতি/সাধারণ সম্পাদক উপাধী দিয়ে পরিচালিত হওয়ার কথা নয়।
.
কক্সবাজারের স্বার্থের প্রয়োজনে সম্মিলিত ভাবে কাজ করে এটি আজ কক্সবাজারের স্বার্থ রক্ষার কথা বলায় স্থানীয় মানুষের প্রাণের সংগঠন হিসেবে পরিচিত হয়ে উঠেছে। রোহিদের দ্রুত প্রত্যাবর্তন, স্থানীয়দের চাকুরী ও হোস্ট কমিটির ২৫% হিস্যা আদায়ে, সমুদ্র সৈকত দখলমুক্ত করার দাবীতে আমরা কক্সবাজারবাসী সংগঠনের আন্দোলন অব্যাহত থাকবে বলে দৃঢ় সংকল্প ব্যাক্ত করা হয়। এবং জেলাবাসীকে সাথে নিয়ে অতিতের মতো সম্মিলিত ভাবে অধিকার আদায়ে কাজ করে যাবে আমরা কক্সবাজারবাসী সংগঠন।
Tag :

Please Share This Post in Your Social Media


আমরা কক্সবাজারবাসী সংগঠনের সমন্বয়ক কমিটির সভা

Update Time : ১২:৫৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের অন্যতম সামাজিক ও আন্দোনলকারী সংগঠন আমরা কক্সবাজারবাসী”র” সমন্বয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সন্ধ্যা ৭ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাতা সমন্বয়ক কলিম উল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
.
সভায় উপস্থিত ছিলেন,সমন্বয়ক এইচএম নজরুল ইসলাম, অনিল দত্ত, এম জসিম উদ্দিন, ইব্রাহিম খলিল মামুন,মংথেলা রাখাইন, ইসমাইল সাজ্জাদ, দুলন ধর,কফিল উদ্দিন।
.
এ সময় অন্যানদের উপস্থিত ছিলেন,সাংবাদিক নেজাম উদ্দিন, এনামুল কবির প্রমুখ।
.
সভা বক্তারা বলেন কক্সবাজার স্বার্থে “আমরা কক্সবাজারবাসী” সংগঠনের আন্দোলন অব্যাহত থাকবে। এই সংগঠনের জন্ম হয়েছে কক্সবাজারের মানুষের অধিকার রক্ষ ও কক্সবাজারের সম্পদ রক্ষার দাবিতে এটি কোন একক ব্যাক্তি বা সংগঠনের নয়। কক্সবাজারের স্বার্থে আন্দোলনরত সর্বস্থরের দল ও ব্যাক্তি নির্বিশেষে সকল সংগঠনের সমন্বয় করবে আমরা কক্সবাজারবাসী সংগঠন। এটি কখনো ১০১জনের বা সভাপতি/সাধারণ সম্পাদক উপাধী দিয়ে পরিচালিত হওয়ার কথা নয়।
.
কক্সবাজারের স্বার্থের প্রয়োজনে সম্মিলিত ভাবে কাজ করে এটি আজ কক্সবাজারের স্বার্থ রক্ষার কথা বলায় স্থানীয় মানুষের প্রাণের সংগঠন হিসেবে পরিচিত হয়ে উঠেছে। রোহিদের দ্রুত প্রত্যাবর্তন, স্থানীয়দের চাকুরী ও হোস্ট কমিটির ২৫% হিস্যা আদায়ে, সমুদ্র সৈকত দখলমুক্ত করার দাবীতে আমরা কক্সবাজারবাসী সংগঠনের আন্দোলন অব্যাহত থাকবে বলে দৃঢ় সংকল্প ব্যাক্ত করা হয়। এবং জেলাবাসীকে সাথে নিয়ে অতিতের মতো সম্মিলিত ভাবে অধিকার আদায়ে কাজ করে যাবে আমরা কক্সবাজারবাসী সংগঠন।