এক ঘণ্টায় সূচকের বড় পতন
- Update Time : ১২:৩৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
- / 160
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম এক ঘণ্টায় সবগুলো সূচকের বড় পতনে চলছে লেনদেন। লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে ৪১২ কোটি টাকা। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
ডিএসই সূত্রে জানা গেছে এসব তথ্য।
জানা গেছে, লেনদেনের প্রথম এক ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসই এক্স ৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৭৩০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৮২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ১৭৫ পয়েন্টে।
বাজার বিশ্লেষণ করে দেখো গেছে, আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৪১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫০টি কোম্পানির। দর কমেছে ১৯৯টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৯২টি কোম্পানির।
অপর দিকে দেশের অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সবগুলো সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানি শেয়ার ও ইউনিটের দর। মঙ্গলবার সিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৫১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২২টি কোম্পানির। দর কমছে ৯৮ টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির। এক ঘণ্টায় সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৮ কোটি ৬০ লাখ ৭ হাজার টাকা।