নিজস্ব প্রতিবেদক:
কাল চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোটগ্রহণ ঘিরে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি চলছে।
.
কিছুক্ষণের মধ্যে নগরীর চারটি পয়েন্টে ইভিএমসহ নির্বাচনি সরঞ্জামগুলো কর্মকর্তাদের বুঝিয়ে দেয়া হবে। নগরীর জিমনেশিয়াম হল, নাসিরাবাদ বয়েজ স্কুল, আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয় ও বন্দর স্কুল অ্যান্ড কলেজ থেকে সরঞ্জাম বিতরণ শুরু হবে। নির্বাচনে ৭৩৫টি কেন্দ্রে চার হাজার ৮’শ ৮৬টি বুথে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে ২৫ প্লাটুন বিজিবি, রেবসহ ১৫ হাজার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য। ৪১০টি মোবাইল টিম, ১৪০টি স্ট্রাইকিং ফোর্স ও ৭৬ জন ম্যাজিস্ট্রেট মাঠ পর্যায়ে কাজ করবেন।