বিলে রাষ্ট্রপতির সম্মতি, এইচএসসির ফল শিগগির

  • Update Time : ০১:০০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
  • / 209

নিজস্ব প্রতিবেদক

গত বছরের এইচএসসি ও সমমানের ফল প্রকাশের বাধা দূর করেত সংসদে পাস হওয়া তিনটি বিলে সই করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
.

সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনটি বিলে রাষ্ট্রপতির সম্মতি দেয়ার বিষয়টি জানানো হয়। এর মধ্য দিয়ে ফলাফল প্রকাশে সব বাধা কেটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিল তিনটি হচ্ছে, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (সংশোধন) বিল, ২০২১, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল, ২০২১ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল, ২০২১। বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়া মাধ্যমিক (এসএসসি), উচ্চমাধ্যমিক (এইচএসএসি) ও সমমান পাসের সনদ দেয়ার সুযোগ সংশ্লিষ্ট তিনটি আইনের সংশোধনী সম্প্রতি জাতীয় সংসদে তোলা হয়। রাষ্ট্রপতির সম্মতি থাকায় করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়া ২০২০ সালের এইচএসসি ও সমমানের ফলাফল ঘোষণা এবং পাসের সনদ দেয়ার ক্ষেত্রে আইনি কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর ২০২০ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষা দেয়ার কথা ছিল। ২০২০ সালের ১ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইসের সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। বছরের শেষ পর্যন্ত পরীক্ষা নিতে না পারায় এসব শিক্ষার্থীর জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এইচএসসির মূল্যায়ন করার সিদ্ধান্ত হয়।

তবে আইনি জটিলতা থাকায় ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে। এবার তিনটি বিলে রাষ্ট্রপতির সম্মতি পাওয়ায় শিগগির ফলাফল প্রকাশ হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

Tag :

Please Share This Post in Your Social Media


বিলে রাষ্ট্রপতির সম্মতি, এইচএসসির ফল শিগগির

Update Time : ০১:০০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১

নিজস্ব প্রতিবেদক

গত বছরের এইচএসসি ও সমমানের ফল প্রকাশের বাধা দূর করেত সংসদে পাস হওয়া তিনটি বিলে সই করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
.

সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনটি বিলে রাষ্ট্রপতির সম্মতি দেয়ার বিষয়টি জানানো হয়। এর মধ্য দিয়ে ফলাফল প্রকাশে সব বাধা কেটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিল তিনটি হচ্ছে, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (সংশোধন) বিল, ২০২১, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল, ২০২১ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল, ২০২১। বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়া মাধ্যমিক (এসএসসি), উচ্চমাধ্যমিক (এইচএসএসি) ও সমমান পাসের সনদ দেয়ার সুযোগ সংশ্লিষ্ট তিনটি আইনের সংশোধনী সম্প্রতি জাতীয় সংসদে তোলা হয়। রাষ্ট্রপতির সম্মতি থাকায় করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়া ২০২০ সালের এইচএসসি ও সমমানের ফলাফল ঘোষণা এবং পাসের সনদ দেয়ার ক্ষেত্রে আইনি কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর ২০২০ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষা দেয়ার কথা ছিল। ২০২০ সালের ১ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইসের সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। বছরের শেষ পর্যন্ত পরীক্ষা নিতে না পারায় এসব শিক্ষার্থীর জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এইচএসসির মূল্যায়ন করার সিদ্ধান্ত হয়।

তবে আইনি জটিলতা থাকায় ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে। এবার তিনটি বিলে রাষ্ট্রপতির সম্মতি পাওয়ায় শিগগির ফলাফল প্রকাশ হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।