কন্দাল ফসল উন্নয়নে প্রশিক্ষণ প্রদান

  • Update Time : ১০:০০:১১ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
  • / 147

মশিয়ার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:

কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ডিমলা উপজেলার ১৫০ জন কৃষক/কৃষাণীকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে রবিবার থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ মাজেদুল ইসলাম ও অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ আখতারুজ্জামান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী জানান, দিনব্যাপী প্রতি ব্যাচে ৩০ জন করে মোট ১৫০ জন কৃষক/ কৃষাণীকে কন্দাল জাত ফসলের উৎপাদন বৃদ্ধিসহ নানাবিধ রোগ-বালাই চিহ্নিতকরণ, পোকামাকড় ও এর প্রতিকার বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

এ প্রশিক্ষণ গ্রহণ করে কৃষকগন কন্দাল জাতীয় ফসল উৎপাদনে আরো বেশি আগ্রহী হয়ে উঠবে। সেইসাথে তাদের আর্থ সামাজিক উন্নয়ন ঘটাতে সক্ষম হবে। বিশেষকরে পারিবারিক ও স্থানীয় জনসাধারণের পুষ্টি চাহিদা পূরণে কন্দাল জাতীয় ফসল গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে মর্মে তিনি আশা করেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও প্রকল্পের প্রশিক্ষক কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, কন্দাল ফসলগুলো হল, গোল আলু মিষ্টি আলু, কাসাভার, বিভিন্ন জাতের কচু প্রভৃতি।

প্রশিক্ষণের মাধ্যমে এইসব ফসল উৎপাদনের কৌশল, সময়সীমা, সার প্রয়োগ ইত্যাদি বিষয়ে কৃষক কৃষাণীগন অবগত হবেন। প্রশিক্ষক হিসেবে আছেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ আখতারুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কনক চন্দ্র রায় প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media


কন্দাল ফসল উন্নয়নে প্রশিক্ষণ প্রদান

Update Time : ১০:০০:১১ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১

মশিয়ার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:

কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ডিমলা উপজেলার ১৫০ জন কৃষক/কৃষাণীকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে রবিবার থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ মাজেদুল ইসলাম ও অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ আখতারুজ্জামান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী জানান, দিনব্যাপী প্রতি ব্যাচে ৩০ জন করে মোট ১৫০ জন কৃষক/ কৃষাণীকে কন্দাল জাত ফসলের উৎপাদন বৃদ্ধিসহ নানাবিধ রোগ-বালাই চিহ্নিতকরণ, পোকামাকড় ও এর প্রতিকার বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

এ প্রশিক্ষণ গ্রহণ করে কৃষকগন কন্দাল জাতীয় ফসল উৎপাদনে আরো বেশি আগ্রহী হয়ে উঠবে। সেইসাথে তাদের আর্থ সামাজিক উন্নয়ন ঘটাতে সক্ষম হবে। বিশেষকরে পারিবারিক ও স্থানীয় জনসাধারণের পুষ্টি চাহিদা পূরণে কন্দাল জাতীয় ফসল গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে মর্মে তিনি আশা করেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও প্রকল্পের প্রশিক্ষক কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, কন্দাল ফসলগুলো হল, গোল আলু মিষ্টি আলু, কাসাভার, বিভিন্ন জাতের কচু প্রভৃতি।

প্রশিক্ষণের মাধ্যমে এইসব ফসল উৎপাদনের কৌশল, সময়সীমা, সার প্রয়োগ ইত্যাদি বিষয়ে কৃষক কৃষাণীগন অবগত হবেন। প্রশিক্ষক হিসেবে আছেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ আখতারুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কনক চন্দ্র রায় প্রমুখ।