ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধীতাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- আপডেটের সময়: ১২:১৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / 213
জেলা প্রতিনিধি: (ঠাকুরগাঁও) সংবাদদদতা।।
.
ঠাকুরগাঁওয়ে শনিবার (২৮ নভেম্ববর) মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ উক্তিকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
.
এ উপলক্ষে এদিন সকালে পৌশহরের চৌরাস্তা মোড়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সহ বিভিন্ন নেতাকর্মী অংশগ্রহণ করেন।
.
জেলা শাখা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য সচিব সুচরিতা দেবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, সংগঠনের আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সদস্য আবু মহিউদ্দীন, রওশন হক তুষার, আসম গোলাম ফারুক রুবেল, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সেতারা বেগম প্রমূখ।
.
এ সময় বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা বিভ্রান্তিকর ও কটুকথা বলছেন তাদেরকে আইনের আওতায় এনে রাষ্ট্রদ্রোহী মামলা করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ট্যাগ :



























