ময়মনসিংহে মাইক্রোবাস পুকুরে পড়ে এক পরিবারের নিহত ৮ জন

  • Update Time : ০৪:১৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
  • / 150

 

মাহমুদুল হাসান ভুট্রো, ময়মনসিংহঃ

ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে এক পরিবারের ৮ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার(১৮ আগস্ট) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার তৎপরতা চলছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক পান্নাত বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তারা হলেন, এক জন শিশু, পাঁচজন নারী ও দুই জন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যাওয়ার পথে ফুলপুরের বাশাতি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায় মাইক্রোবাসটি। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

এ সময় শিশুসহ ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয় দু’জনকে। ওই মাইক্রোবাসে মোট ১৪ জন যাত্রী ছিলেন। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিস।

Tag :

Please Share This Post in Your Social Media


ময়মনসিংহে মাইক্রোবাস পুকুরে পড়ে এক পরিবারের নিহত ৮ জন

Update Time : ০৪:১৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০

 

মাহমুদুল হাসান ভুট্রো, ময়মনসিংহঃ

ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে এক পরিবারের ৮ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার(১৮ আগস্ট) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার তৎপরতা চলছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক পান্নাত বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তারা হলেন, এক জন শিশু, পাঁচজন নারী ও দুই জন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যাওয়ার পথে ফুলপুরের বাশাতি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায় মাইক্রোবাসটি। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

এ সময় শিশুসহ ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয় দু’জনকে। ওই মাইক্রোবাসে মোট ১৪ জন যাত্রী ছিলেন। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিস।