১৫ আগস্টের মামলায় জিয়াউর রহমানের নাম ছিল না: রিজভী

  • Update Time : ১১:৪১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০
  • / 152
নিজস্ব প্রতিনিধিঃ
১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যুক্ত করতে সরকার নানা ষড়যন্ত্র ও চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ’১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নিয়ে আপনারা যে মামলা করেছিলেন, সেই মামলাতেও তো জিয়াউর রহমানের নাম ছিল না। তিনি তো তখন ছিলেন সামরিক বাহিনীর দ্বিতীয় ব্যক্তি। প্রথম ব্যক্তি যিনি তার কোনও দায়-দায়িত্ব নেই! কারণ, তিনি আওয়ামী লীগ করেন এবং দলের এমপি-মন্ত্রী ছিলেন।’
.
সোমবার (১৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ড. এমাজউদ্দিন আহমদের স্মরণে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। সভার আয়োজন করে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন ফোরাম।
.
রিজভী বলেন,‘যে ব্যক্তিটি জাতীয় নেতৃত্বের অভাবে দুর্যোগময় মুহূর্তে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, মেজর হিসেবে জাতির কাণ্ডারির ভূমিকা পালন করেছিলেন, আজকে সব মিডিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে নিয়ে বিষোদগার করছে।
.
বহুদলীয় গণতন্ত্র তিনি (জিয়া) চালু করেছিলেন— এটাই ছিল তার অপরাধ।’
ড. এমাজউদ্দিনের মৃত্যুতে  শোকবাণী না দেওয়ায় সরকার ছোট হয়েছে মন্তব্য করে রিজভী বলেন, ‘তার ছাত্র শুধু বিএনপিতে নয়, আওয়ামী লীগ এবং অন্যান্য দলের রয়েছে। তিনি তো রাজনৈতিক মতবাদের ঊর্ধ্বে, সবার ওপরে শিক্ষক। আমরা আজকে এমন সংকীর্ণতায় ভুগছি যে, এই রকম একজন মহীরুহের মৃত্যুতে আমরা শোকবাণী পর্যন্ত দিতে পারছি না।’
.
আয়োজক সংগঠনের চেয়ারম্যান কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন— বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. সুকুমাল বড়ুয়া, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আবদুল লতিফ মাসুম, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক এবিএম ওবায়দুল ইসলাম ও সংগঠনের মহাসচিব এম জাহাঙ্গীর আলম প্রমুখ।
Tag :

Please Share This Post in Your Social Media


১৫ আগস্টের মামলায় জিয়াউর রহমানের নাম ছিল না: রিজভী

Update Time : ১১:৪১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০
নিজস্ব প্রতিনিধিঃ
১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যুক্ত করতে সরকার নানা ষড়যন্ত্র ও চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ’১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নিয়ে আপনারা যে মামলা করেছিলেন, সেই মামলাতেও তো জিয়াউর রহমানের নাম ছিল না। তিনি তো তখন ছিলেন সামরিক বাহিনীর দ্বিতীয় ব্যক্তি। প্রথম ব্যক্তি যিনি তার কোনও দায়-দায়িত্ব নেই! কারণ, তিনি আওয়ামী লীগ করেন এবং দলের এমপি-মন্ত্রী ছিলেন।’
.
সোমবার (১৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ড. এমাজউদ্দিন আহমদের স্মরণে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। সভার আয়োজন করে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন ফোরাম।
.
রিজভী বলেন,‘যে ব্যক্তিটি জাতীয় নেতৃত্বের অভাবে দুর্যোগময় মুহূর্তে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, মেজর হিসেবে জাতির কাণ্ডারির ভূমিকা পালন করেছিলেন, আজকে সব মিডিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে নিয়ে বিষোদগার করছে।
.
বহুদলীয় গণতন্ত্র তিনি (জিয়া) চালু করেছিলেন— এটাই ছিল তার অপরাধ।’
ড. এমাজউদ্দিনের মৃত্যুতে  শোকবাণী না দেওয়ায় সরকার ছোট হয়েছে মন্তব্য করে রিজভী বলেন, ‘তার ছাত্র শুধু বিএনপিতে নয়, আওয়ামী লীগ এবং অন্যান্য দলের রয়েছে। তিনি তো রাজনৈতিক মতবাদের ঊর্ধ্বে, সবার ওপরে শিক্ষক। আমরা আজকে এমন সংকীর্ণতায় ভুগছি যে, এই রকম একজন মহীরুহের মৃত্যুতে আমরা শোকবাণী পর্যন্ত দিতে পারছি না।’
.
আয়োজক সংগঠনের চেয়ারম্যান কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন— বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. সুকুমাল বড়ুয়া, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আবদুল লতিফ মাসুম, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক এবিএম ওবায়দুল ইসলাম ও সংগঠনের মহাসচিব এম জাহাঙ্গীর আলম প্রমুখ।