ঝালকাঠিতে চুরির পর ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

  • Update Time : ১০:২০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
  • / 132

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি শহরের একটি বাসা থেকে দুর্বৃত্তরা টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, চাল-ডালসহ যাবতীয় মালামাল চুরির পর ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের তরকারি পট্টি সড়কে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী বাবুল সরদারের স্ত্রী জানান, গত বৃহস্পতিবার তারা পরিবারের সবাই গ্রামের বাড়িতে যান। এই সুযোগে শনিবার রাতে ঘরের পেছনের দরজা ভেঙে দুর্বৃত্তরা প্রবেশ করে। এরপর আলমারিসহ ঘরের আসবাবপত্র ভেঙে নগদ ৪৮ হাজার ৫০০ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালংকার, পোশাক ও পরিবারের খাদ্যসামগ্রী চুরি করে নিয়ে যায়।

এছাড়া মালপত্র লুটে নিয়ে যাওয়ার সময় গ্যাসের চুলায় আগুন জ্বালিয়ে চুলার ওপর বালিশ দিয়ে আগুন ধরিয়ে চলে যায় তারা। পরে আগুন ও ধোঁয়া দেখে প্রতিবেশীরা চিৎকার করে এবং ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত পরিবার লিখিত অভিযোগ দায়ের করেছেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media


ঝালকাঠিতে চুরির পর ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

Update Time : ১০:২০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি শহরের একটি বাসা থেকে দুর্বৃত্তরা টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, চাল-ডালসহ যাবতীয় মালামাল চুরির পর ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের তরকারি পট্টি সড়কে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী বাবুল সরদারের স্ত্রী জানান, গত বৃহস্পতিবার তারা পরিবারের সবাই গ্রামের বাড়িতে যান। এই সুযোগে শনিবার রাতে ঘরের পেছনের দরজা ভেঙে দুর্বৃত্তরা প্রবেশ করে। এরপর আলমারিসহ ঘরের আসবাবপত্র ভেঙে নগদ ৪৮ হাজার ৫০০ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালংকার, পোশাক ও পরিবারের খাদ্যসামগ্রী চুরি করে নিয়ে যায়।

এছাড়া মালপত্র লুটে নিয়ে যাওয়ার সময় গ্যাসের চুলায় আগুন জ্বালিয়ে চুলার ওপর বালিশ দিয়ে আগুন ধরিয়ে চলে যায় তারা। পরে আগুন ও ধোঁয়া দেখে প্রতিবেশীরা চিৎকার করে এবং ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত পরিবার লিখিত অভিযোগ দায়ের করেছেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।