শেখ কামাল বেঁচে থাকলে দেশকে অনেক কিছু দিতে পারতেন: প্রধানমন্ত্রী

  • Update Time : ০৮:২৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
  • / 174

বিশেষ প্রতিনিধিঃ

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহিদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। পঁচাত্তরের ১৫ই আগস্টে ঘাতকের হাতে নিহত না হলে দেশকে অনেক কিছু দিতে পারতেন।

আজ বুধবার শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় গণভবন থেকে যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, শেখ কামাল কখনো নিজের কথা ভাবতেন না। ভাবতেন দেশের কথা, ক্রীড়া-সংস্কৃতির উন্নয়নের কথা। মাত্র ২৬ বছর বয়সেই শেখ কামাল যেসব উদ্যোগ নিয়েছেন তা ছিল অভাবনীয়। স্বাধীনতা পূর্ববর্তী সকল আন্দোলন সংগ্রামেও শেখ কামালের ভূমিকা অগ্রগণ্য ছিল বলেন জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আইন করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ বন্ধ করা হয়েছিল। জনগন ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল বলেই সেই ঘৃণ্যতম হত্যার বিচার করা সম্ভব হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

ভার্চুয়াল আলোচনায় শহীদ শেখ কামালের কয়েক বন্ধু এবং বিশিষ্টজনেরা অংশ নেন। আলোচনা শেষে শেখ কামালের উপর লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে শেখ কামালসহ ১৫ই আগস্টে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media


শেখ কামাল বেঁচে থাকলে দেশকে অনেক কিছু দিতে পারতেন: প্রধানমন্ত্রী

Update Time : ০৮:২৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০

বিশেষ প্রতিনিধিঃ

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহিদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। পঁচাত্তরের ১৫ই আগস্টে ঘাতকের হাতে নিহত না হলে দেশকে অনেক কিছু দিতে পারতেন।

আজ বুধবার শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় গণভবন থেকে যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, শেখ কামাল কখনো নিজের কথা ভাবতেন না। ভাবতেন দেশের কথা, ক্রীড়া-সংস্কৃতির উন্নয়নের কথা। মাত্র ২৬ বছর বয়সেই শেখ কামাল যেসব উদ্যোগ নিয়েছেন তা ছিল অভাবনীয়। স্বাধীনতা পূর্ববর্তী সকল আন্দোলন সংগ্রামেও শেখ কামালের ভূমিকা অগ্রগণ্য ছিল বলেন জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আইন করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ বন্ধ করা হয়েছিল। জনগন ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল বলেই সেই ঘৃণ্যতম হত্যার বিচার করা সম্ভব হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

ভার্চুয়াল আলোচনায় শহীদ শেখ কামালের কয়েক বন্ধু এবং বিশিষ্টজনেরা অংশ নেন। আলোচনা শেষে শেখ কামালের উপর লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে শেখ কামালসহ ১৫ই আগস্টে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।