অনলাইন পোর্টাল নিবন্ধন চলমান প্রক্রিয়া, তালিকাভুক্ত হবে যোগ্যরাই’: তথ্যমন্ত্রী

  • Update Time : ০৭:১৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
  • / 165
বিশেষ প্রতিনিধিঃ
অনলাইন পোর্টাল নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। যারা যোগ্য তারাই তালিকাভুক্ত হবে; বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বুধবার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন, প্রথম তালিকায় অনেক ভাল ও প্রতিষ্ঠিত অনলাইন পোর্টালের নাম আসেনি তবে দ্বিতীয় ধাপে যেন আসে, সে চেষ্টা অব্যাহত আছে। এতে হতাশ ও উদ্বিগ্ন হবার কারণ নেই।

মন্ত্রী বলেন, অনলাইন পোর্টালের তালিকা করা হচ্ছে তদন্ত সংস্থাগুলোর প্রতিবেদনের ভিত্তিতেই। যারা নিয়ম-নীতি মানছে না, তারা কোনভাবেই তালিকাভুক্ত হবে না।

টিকটক প্রসঙ্গে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও এ জাতীয় মাধ্যমগুলো মনিটরিং, বাংলাদেশে এগুলো পরিচালনা পদ্ধতি ও কর আদায় পদ্ধতি নির্ধারণে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি কাজ করছে। তাদের সুপারিশের আলোকে ব্যবস্থা নেয়া হবে। কারণ জবাবদিহিতা ছাড়া কেউ যা ইচ্ছা তা করতে পারে না।

তিনি আরো বলেন,  যোগ্য ব্যক্তিকেই চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এবার ঈদ উৎসব নির্বিঘ্নে পালিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media


অনলাইন পোর্টাল নিবন্ধন চলমান প্রক্রিয়া, তালিকাভুক্ত হবে যোগ্যরাই’: তথ্যমন্ত্রী

Update Time : ০৭:১৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
বিশেষ প্রতিনিধিঃ
অনলাইন পোর্টাল নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। যারা যোগ্য তারাই তালিকাভুক্ত হবে; বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বুধবার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন, প্রথম তালিকায় অনেক ভাল ও প্রতিষ্ঠিত অনলাইন পোর্টালের নাম আসেনি তবে দ্বিতীয় ধাপে যেন আসে, সে চেষ্টা অব্যাহত আছে। এতে হতাশ ও উদ্বিগ্ন হবার কারণ নেই।

মন্ত্রী বলেন, অনলাইন পোর্টালের তালিকা করা হচ্ছে তদন্ত সংস্থাগুলোর প্রতিবেদনের ভিত্তিতেই। যারা নিয়ম-নীতি মানছে না, তারা কোনভাবেই তালিকাভুক্ত হবে না।

টিকটক প্রসঙ্গে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও এ জাতীয় মাধ্যমগুলো মনিটরিং, বাংলাদেশে এগুলো পরিচালনা পদ্ধতি ও কর আদায় পদ্ধতি নির্ধারণে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি কাজ করছে। তাদের সুপারিশের আলোকে ব্যবস্থা নেয়া হবে। কারণ জবাবদিহিতা ছাড়া কেউ যা ইচ্ছা তা করতে পারে না।

তিনি আরো বলেন,  যোগ্য ব্যক্তিকেই চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এবার ঈদ উৎসব নির্বিঘ্নে পালিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।