সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, করোনাভাইরাস ভ্যাকসিনের ব্যাপারে দৃঢ় আশা থাকলেও এ মূহুর্তে এমন কোন সিলভার বুলেট নেই, যা দিয়ে মহামারি তাৎক্ষণিক মোকাবিলা সম্ভব। মহামারি থেকে স্বাভাবিকতায় ফেরার পথ দীর্ঘ হবে বলেও সতর্ক করেন তিনি।
সম্মেলনে সংস্থার ইমারজেন্সি বিভাগের প্রধান মাইক রায়ান বিশ্বের সব দেশে মাস্ক পরা, সামাজিক দূরত্ব পালন, হাত ধোয়া এবং পরীক্ষার মতো স্বাস্থ্য ব্যবস্থাগুলো কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।
রায়ান আরও বলেন, ভারত, ব্রাজিলসহ যেসব দেশে করোনার তীব্র সংক্রমণের হার রয়েছে, তাদের বড় ধরনের লড়াইয়ের প্রয়োজন।
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৬ লাখ ৯২ হাজার ছাড়িয়েছে। শনাক্ত ১ কোটি ৮২ লাখের বেশি। সুস্থ হয়েছেন ১ কোটি ১৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষ।