সহজ জয়ে সুপার লিগের যাত্রা শুরু বিশ্ব চ্যাম্পিয়নদের

  • Update Time : ০৫:২১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০
  • / 137

 

ক্রীড়া প্রতিবেদক:

এউয়ন মরগ্যানের ইংল্যান্ড দাঁড়াতে দিল না আয়ারল্যান্ডকে। দুর্দান্ত জয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগের যাত্রা শুরু করলো বিশ্ব চ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার ইংল্যান্ড ৬ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ডকে। করোনা পরবর্তীকালে দুই দলের প্রথম ওয়ানডের দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। কিন্তু দুই দলের লড়াইয়ে তেমন কোনো উত্তেজনা ছড়ায়নি। টস জিতে আয়ারল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৭২ রানে আটকে রাখে ইংল্যান্ড। জবাবে ২৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ২০১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

ইংল্যান্ডকে প্রথম ইনিংসেই জয়ের মঞ্চ প্রস্তুত করে দেন বাঁহাতি পেসার ডেভিড উইলি। ক্যারিয়ার সেরা বোলিংয়ে আয়ারল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামান উইলি। ৩০ রানে ৫ উইকেট নেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারের এটি তার প্রথম ৫ উইকেট। টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৮ রান তুলতেই আইরিশদের অর্ধেক ব্যাটসম্যান সাজঘরের পথ ধরেন।

এরপর কেভিন ও’ব্রায়েন ও কুর্টিস কামপ্যারের ব্যাটে প্রতিরোধ পায় আয়ারল্যান্ড। দুইজন স্কোরবোর্ডে ৫১ রান যোগ করেন। কেভিন ২২ রানে সাজঘরে ফিরলেও ক্যামপার অভিষেকে দ্যুতি ছড়ান। অষ্টম উইকেটে তাকে সঙ্গ দেন অ্যান্ডি এমব্রিনে। দুই তরুণের ব্যাটে মনে হচ্ছিল বড় স্কোরের পথে যাবে আয়ারল্যান্ড। কিন্তু কুরানের বলে এমব্রিনে (৪০) আউট হলে বেশিদূর যায়নি সফরকারীদের ইনিংস। ক্যামপার ৫৯ রানে অপরাজিত থাকেন। ৪৪ ওভারে তাদের দল গুটিয়ে যায় ১৭২ রানে।

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো ছিল না ইংল্যান্ডের। জনি বেয়ারস্টো শুরুতেই সাজঘরে ফেরেন। জেসন রয় ২৪ রানের বেশি করতে পারেননি। হতাশ করেন জেমন ভিঞ্চ (২৫)। টম ব্যাটনের (১১) ব্যাটও হাসেনি। ৭৮ রানে ৪ উইকেট হারানো ইংল্যান্ডকে পঞ্চম উইকেটে পথ দেখান অধিনায়ক মরগ্যান ও স্যাম বিলিংস। দুইজনের অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটিতে জয়ের বন্দরে নোঙর ফেলে ইংল্যান্ড। বিলিংস ৫৪ বলে ৬৭ এবং মরগ্যান ৪০ বলে ৩৬ রান করেন।

ম্যাচসেরার পুরস্কার পান ডেভিড উইলি।

সফরে আরো দুইটি ওয়ানডে খেলবে আয়ারল্যান্ড। ১ ও ৪ আগস্ট ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে শুরু হলো আইসিসি ওয়ার্ল্ডকাপ সুপার লিগ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের দল নির্ধারণ হবে এই ওয়ার্ল্ডকাপ সুপার লিগ দিয়ে।

Tag :

Please Share This Post in Your Social Media


সহজ জয়ে সুপার লিগের যাত্রা শুরু বিশ্ব চ্যাম্পিয়নদের

Update Time : ০৫:২১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০

 

ক্রীড়া প্রতিবেদক:

এউয়ন মরগ্যানের ইংল্যান্ড দাঁড়াতে দিল না আয়ারল্যান্ডকে। দুর্দান্ত জয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগের যাত্রা শুরু করলো বিশ্ব চ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার ইংল্যান্ড ৬ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ডকে। করোনা পরবর্তীকালে দুই দলের প্রথম ওয়ানডের দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। কিন্তু দুই দলের লড়াইয়ে তেমন কোনো উত্তেজনা ছড়ায়নি। টস জিতে আয়ারল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৭২ রানে আটকে রাখে ইংল্যান্ড। জবাবে ২৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ২০১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

ইংল্যান্ডকে প্রথম ইনিংসেই জয়ের মঞ্চ প্রস্তুত করে দেন বাঁহাতি পেসার ডেভিড উইলি। ক্যারিয়ার সেরা বোলিংয়ে আয়ারল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামান উইলি। ৩০ রানে ৫ উইকেট নেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারের এটি তার প্রথম ৫ উইকেট। টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৮ রান তুলতেই আইরিশদের অর্ধেক ব্যাটসম্যান সাজঘরের পথ ধরেন।

এরপর কেভিন ও’ব্রায়েন ও কুর্টিস কামপ্যারের ব্যাটে প্রতিরোধ পায় আয়ারল্যান্ড। দুইজন স্কোরবোর্ডে ৫১ রান যোগ করেন। কেভিন ২২ রানে সাজঘরে ফিরলেও ক্যামপার অভিষেকে দ্যুতি ছড়ান। অষ্টম উইকেটে তাকে সঙ্গ দেন অ্যান্ডি এমব্রিনে। দুই তরুণের ব্যাটে মনে হচ্ছিল বড় স্কোরের পথে যাবে আয়ারল্যান্ড। কিন্তু কুরানের বলে এমব্রিনে (৪০) আউট হলে বেশিদূর যায়নি সফরকারীদের ইনিংস। ক্যামপার ৫৯ রানে অপরাজিত থাকেন। ৪৪ ওভারে তাদের দল গুটিয়ে যায় ১৭২ রানে।

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো ছিল না ইংল্যান্ডের। জনি বেয়ারস্টো শুরুতেই সাজঘরে ফেরেন। জেসন রয় ২৪ রানের বেশি করতে পারেননি। হতাশ করেন জেমন ভিঞ্চ (২৫)। টম ব্যাটনের (১১) ব্যাটও হাসেনি। ৭৮ রানে ৪ উইকেট হারানো ইংল্যান্ডকে পঞ্চম উইকেটে পথ দেখান অধিনায়ক মরগ্যান ও স্যাম বিলিংস। দুইজনের অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটিতে জয়ের বন্দরে নোঙর ফেলে ইংল্যান্ড। বিলিংস ৫৪ বলে ৬৭ এবং মরগ্যান ৪০ বলে ৩৬ রান করেন।

ম্যাচসেরার পুরস্কার পান ডেভিড উইলি।

সফরে আরো দুইটি ওয়ানডে খেলবে আয়ারল্যান্ড। ১ ও ৪ আগস্ট ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে শুরু হলো আইসিসি ওয়ার্ল্ডকাপ সুপার লিগ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের দল নির্ধারণ হবে এই ওয়ার্ল্ডকাপ সুপার লিগ দিয়ে।